বাংলা

ব্রিটেনে সিএমজি-র ‘জার্নি থ্রু সিভিলাইজেশন্স ওয়ার্ল্ড ট্যুর’

CMGPublished: 2023-10-14 18:55:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৪: স্থানীয় সময় গত বৃহস্পিবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ‘জার্নি থ্রু সিভিলাইজেশন্স ওয়ার্ল্ড ট্যুর’–এর ব্রিটেন প্রদর্শনী লন্ডনের রয়্যাল মিন্ট মিউজিয়ামের পুরানো স্থানে আয়োজিত হয়। এবারের প্রদর্শনী সিএমজির ইউরোপ শাখা স্টেশনের উদ্যোগে, কেমব্রিজ এশিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন এবং সোসায়েটি ফর অ্যাংলো-চায়নিস আন্ডারস্টান্ডিং-এর সহযোগিতায় আয়োজিত হয়। চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজি-র মহাপরিচালক শেন হাই সিয়ুং এক ভিডিও-ভাষণে প্রদর্শনীর সাফল্য কামনা করেন। ব্রিটেনে নিযুক্ত চীনা দূতাবাসের কূটনীতিক, ব্রিটেনের বিখ্যাত পন্ডিত এবং তরুণ শিক্ষার্থীসহ ৮০ জনেরও বেশি অতিথি এতে অংশ নিয়েছেন।

শেন হাই সিয়ুং তাঁর ভিডিও-ভাষণে বলেন, মানবসমাজ এক গভীর পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। বিশ্ব, ইতিহাস এবং সময়ের সমস্যার মুখোমুখি হয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিশ্ব সভ্যতা উদ্যোগের আওতায়, চীনা জনগণ চীনা জাতির আধুনিক সভ্যতা গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছে এবং মানবজাতির সভ্যতার বিকাশে নতুন অগ্রগতি প্রচার করছে। সিএমজি-র উদ্যোগে আয়োজিত "জার্নি থ্রু সিভিলাইজেশন্স ওয়ার্ল্ড ট্যুর’ প্রদর্শনী "সভ্যতা কী?"—এই প্রশ্নের জবাব দিতে "চীনা সভ্যতার" উৎপত্তির সন্ধান করে। "জার্নি থ্রু সিভিলাইজেশন্স" ওয়ার্ল্ড ল্ড ট্যুর ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির আরেকটি অন্বেষণ। সিএমজি গণমাধ্যমের মিশনকে সমুন্নত রাখবে, চীনা সভ্যতাকে প্রচার করবে, চীন ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানকে শক্তিশালী করবে, চীনা ও ইউরোপীয় সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার প্রসার ঘটাবে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলায় বুদ্ধি ও শক্তি প্রদান করবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn