বাংলা

ব্যাপক প্রত্যাশা আসন্ন তৃতীয় বিআরআই আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম নিয়ে

CMGPublished: 2023-10-12 16:07:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১২: তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ (বিআরআই) আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম ১৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এবারের ফোরামের প্রতিপাদ্য হলো উচ্চ মানের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন’। এ পর্যন্ত ১৩০টি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারের ফোরামে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যৌথভাবে বিআরআই নির্মাণের ১০ বছরের সাফল্যের প্রশংসা করেন এবং আসন্ন তৃতীয় বিআরআই আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামের ব্যাপারে প্রত্যাশায় পূর্ণ তারা।

সম্প্রতি কঙ্গো (ব্রাজাভিল)-এর প্রেসিডেন্ট ডেনিস সাসু-গুয়েসো এবারের ফোরামে অংশগ্রহণের কথা ঘোষণা করেন। তিনি বলেন, যৌথভাবে বিআরআই নির্মাণ তাঁর দেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। চীন তাঁর দেশে ব্যাপক অবকাঠামো ব্যবস্থা নির্মাণ করেছে। এটি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান অনেক উন্নীত করেছে। তিনি আরও বলেন,

‘চীন-বাস্তবায়িত কঙ্গো (ব্রাজাভিল) ন্যাশনাল এক নম্বর হাইওয়ে প্রকল্প রাজধানী ব্রাজাভিল ও আমাদের দ্বিতীয় শহর পয়েন্টে-নোয়ারকে সংযুক্ত করেছে এবং দুর্গম মায়োম্বে পর্বতমালার মধ্য দিয়ে গেছে। এটি কঙ্গো (ব্রাজাভিল)কে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠায় আমাদেরকে সহায়তা দেবে এবং এটি এমন একটি দেশ হবে যেখানে সবার কাজ থাকবে। কঙ্গো (ব্রাজাভিল) বিআরআইতে যোগদানের সিদ্ধান্ত সঠিক।”

থাইল্যান্ডের জাতীয় আইনসভার প্রেসিডেন্ট এবং আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি পরিষদের স্পিকার ওয়ান মুহাম্মাদ নূর মাথা বিভিন্ন দেশে উন্নয়ন ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করার জন্য বিআরআই’র প্রশংসা করেন। তিনি বলেন,

“বিআরআই বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি যুগিয়েছে। থাইল্যান্ডও অনেক উপকৃত হয়েছে। এটি অর্থনৈতিক উন্নয়ন ও পরিবহনে সহায়তা করবে এবং বিশ্ব আরও সমৃদ্ধ হবে।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn