বাংলা

মার্কিন রাজনীতির হালহকিকত

CMGPublished: 2023-10-06 17:49:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৬: দায়িত্বগ্রহণের মাত্র নয় মাস পর, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি পদচ্যুত হলেন। স্থানীয় সময় ৩ অক্টোবর রিপাবলিকাননিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে হাউস সদস্যরা ম্যাকার্থিকে অফিস থেকে অপসারণের জন্য ২১৬-২১০ ভোটে একটি প্রস্তাব পাস করে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, আমেরিকার ইতিহাসে এটা নজিরবিহীন; বিশৃঙ্খলায় প্রতিনিধি পরিষদ ও রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল এতে উদ্বেগ প্রকাশ করেছে। বস্তুত, যুক্তরাষ্ট্রে দুটি রাজনৈতিক দলের লড়াই দেশটির রাজনীতিতে দিন দিন অশান্তি বাড়াচ্ছে।

মার্কিন ইতিহাসে প্রতিনিধি পরিষদের স্পিকারকে অপসারণের ঘটনা এটাই প্রথম। ম্যাককার্থি হলেন হাউসের প্রথম স্পিকার যাকে অপসারণ করা হল। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থবছর প্রতিবছরের ১ অক্টোবর থেকে শুরু হয়। গত সেপ্টেম্বর থেকে নতুন অর্থবছরের বাজেট নিয়ে দুই দলের মধ্যে লড়াই আরও বেড়ে যায়। ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত সিনেট ও রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভস পৃথক পৃথকভাবে অস্থায়ী অর্থায়ন পরিকল্পনা প্রস্তাব করে। কিন্তু কোনোটিই পাস হয়নি। রিপাবলিকান রক্ষণশীলরা কোনো সাময়িক আপস গ্রহণ না করার কথা বলে। স্থানীয় সময় গত ৩০ সেপ্টেম্বর শেষ মুহূর্তে হাউসের স্পিকার হিসাবে ম্যাককার্থি ডেমোক্র্যাটদের সাথে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেন এবং একটি অস্থায়ী বরাদ্দ বিল পাস করার সিদ্ধান্ত নেন। এমনকি, বিলটিতে ফেডারেল ব্যয়কে ব্যাপকভাবে হ্রাস ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার জন্য রিপাবলিকান রক্ষণশীলদের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এটি সরাসরি তার সাথে রিপাবলিকান রক্ষণশীলদের বিরোধকে তীব্রতর করে তোলে। স্থানীয় সময় ২ অক্টোবর রাতে চরম ডানপন্থি রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গায়েটস হাউস স্পিকারকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ‘ম্যাককার্থি ডেমোক্রেটিক পার্টির সেবা করছেন’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn