বাংলা

চীনে বিদেশী বিনিয়োগ বাড়ছে

CMGPublished: 2023-10-05 19:03:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৫: চলতি বছর বিদেশী কোম্পানিগুলোর অনেক বড় কর্তা চীন সফর করেছেন। এদিকে, চীনে বিদেশী বিনিয়োগ বাড়ছে। চীনের বিনিয়োগ পরিবেশের ওপর বিদেশী প্রতিষ্ঠানগুলোর আস্থা এতোটুকু কমেনি।

গত ২২ সেপ্টেম্বর ব্রিটেনের এচএসবিসি, জার্মানির বেয়ার, যুক্তরাষ্ট্রের স্টারবাকস ও ফ্রান্সের সানোফি গ্রুপসহ বিশ্বের ৫০০টি সেরা কোম্পানির অনেকেই বিনিয়োগের জন্য চীনের স্যিয়ংআন নতুন এলাকায় আসে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, এ বছরের আগষ্ট পর্যন্ত চীনে নতুন বিনিয়োগকারী বিদেশী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৩১৫৪টি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ বেশি। চীনের অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি, বিদেশী কোম্পানিগুলোর চীনে বিনিয়োগের আস্থা স্থিতিশীল আছে। বিদেশী কোম্পানিগুলোর চীনে বিনিয়োগের স্বাভাবিক প্রবণতায় পরিবর্তন হয়নি।

গত আগষ্ট পর্যন্ত চীনের উচ্চ প্রযুক্তিগত উত্পাদিত শিল্পে বিদেশী মূলধনের প্রকৃত ব্যবহার ১৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ উত্পাদন যথাক্রমে ৩৯.৭ ও ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উচ্চ প্রযুক্তি পরিষেবা শিল্পে গবেষণা ও উন্নয়ন ও নকশা পরিষেবাগুলোতে বিদেশী পুঁজির প্রকৃত ব্যবহার ৫৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনের বাণিজ্য ত্বরান্বিত সমিতির সম্প্রতি প্রকাশিত ‘২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে বিদেশী বিনিয়োগ ও ব্যবসায় পরিবেশ জরিপ গবেষণা’-য় বলা হয়েছে, প্রায় ৭০ শতাংশ বিদেশী অর্থায়নকারী প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরে চীনা বাজারের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী।

চলতি বছরের আগষ্ট পর্যন্ত, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে চীনে প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ১৩২.৬, ১১১.২, ১০৫.৬, ৫৯.২ ও ২০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn