বাংলা

নতুন ব্যবসার বিন্যাস ও ছুটির অর্থনীতি

CMGPublished: 2023-10-03 17:09:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৩: আজ (মঙ্গলবার) চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের মধ্য-শরত উত্সব ও জাতীয় দিবসের ছুটির প্রথম তিন দিনে সারা দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল ৩৯ কোটি ৫০ লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৫.৮ শতাংশ বেশি। তিন দিনে অভ্যন্তরীণ পর্যটন খাতে আয় হয়েছে ৩৪২২৪ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২৫.৩ শতাংশ বেশি।

ছুটির চতুর্থ দিন পর্যন্ত বেইজিংয়ে আসা পর্যটকের সংখ্যা ১.২ কোটি ছাড়িয়ে যায়, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬০ শতাংশ বেশি। বর্তমানে বেইজিংজুড়ে পার্কগুলো মসৃণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে।

ছিনশিহুয়াং সমাধি যাদুঘর তথা সুপরিচিত ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা দৃশ্য স্থানের ১ থেকে ৪ অক্টোবরের টিকিট সব আগেই বিক্রি হয়ে গেছে। মনোরম স্পটের দৈনিক টিকিট বিক্রি ৬৫ হাজারে পৌঁছেছে।

এদিকে গ্রামীণ পর্যটনও আরও জনপ্রিয় হয়ে উঠেছে। চিলিন প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত দাআননেনচিয়াং নদীর ধারে স্থানীয় সম্পূর্ণ প্রাকৃতিক পর্যটনসম্পদ দিয়ে গ্রামীণ পর্যটন এলাকা নির্মাণ করা হয়েছে। নিমজ্জিত দৃশ্য ব্যাখ্যা ও পরিচ্ছদ প্যারেড ব্যাপক পর্যটককে আকর্ষণ করছে।

আনহুই প্রদেশের ফেইসি মহাকাশ কার্নিভাল বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যক্রম অনেক উত্সাহীর দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা এর অভিজ্ঞতা লাভ করেছেন। কার্যক্রমে উৎক্ষেপণ যান, চন্দ্র অনুসন্ধান, মঙ্গল অনুসন্ধান ও কুইকিয়াও উপগ্রহসহ ২০টিরও বেশি স্ট্যাটিক মডেল প্রদর্শনী এবং থিয়ানহ্যে কোর কেবিন ও রিটার্ন কেবিনসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

হাইনান প্রদেশের সানইয়ায় পয়লা অক্টোরব পর্যটকের সংখ্যা ছিল ৬৯.৩ হাজার, যা গত বছরের একই দিনের চেয়ে ৪৩.৭১ শতাংশ বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn