প্রসঙ্গ: হাংচৌ এশিয়ান গেমসে ডোপিংবিরোধী কার্যক্রম
তা ছাড়া, এশিয়ান গেমস চলাকালে ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর চীন অ্যান্টি-ডোপিং সেন্টার এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির এশিয়া ও ওশেনিয়া আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং ওয়ার্ক প্রফেশনাল সেমিনারও হাংচৌতে অনুষ্ঠিত হয়। এই সেমিনারের থিম, জাতীয় ডোপিংবিরোধী সংস্থাগুলোর পরিচালনার সক্ষমতা তৈরি করা। স্টেট স্পোর্টস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর লি ইনছুয়ান সেমিনারে বলেন, চীন সরকার সবসময়ই ডোপিংবিরোধী কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। চীন ডোপিং বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি মেনে চলে।
তিনি বলেন, “চীন তার ফৌজদারি আইনে ডোপিং-কে যুক্ত করেছে। ২০২২ সালে প্রকাশিত “গণপ্রজাতন্ত্রী চীনের ক্রীড়া আইনে” একটি বিশেষ অ্যান্টি-ডোপিং অধ্যায় রাখা হয়। সরকার ডোপিংয়ের অবৈধ উত্পাদন, বিক্রয়, আমদানি ও রপ্তানি কঠোরভাবে দমন করে। ডোপিং-বিষয়ক আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে, আমরা একটি প্রধান দেশ হিসেবে নিজেদের দায়িত্ব ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা আন্তরিকভাবে পালন করে থাকি।”
লি ইনছুয়ান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অ্যান্টি-ডোপিং সেন্টার ডোপিংবিরোধী ব্যবস্থাকে শক্তিশালী করেছে, ডোপিং নিয়ন্ত্রণের ক্ষমতা জোরদার করেছে, এবং বৈজ্ঞানিক গবেষণায় বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে ইতিবাচক ফলাফল ও অগ্রগতি অর্জন করেছে।
