বাংলা

হাংচৌ এশিয়াড: অলিম্পিকের মতো বর্ণাঢ্য এক এশিয়ান গেমস

CMGPublished: 2023-09-24 19:45:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চোখ ধাঁধানো, মন মাতানো, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ১৯তম হাংচৌ এশিয়ান গেমসের। শনিবার সন্ধ্যায় হাংচৌর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম- ‘বিগ লোটাস’ বা ‘বড় পদ্ম’ খ্যাত স্টেডিয়ামে বিদেশি রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে গেমসের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

প্রায় দু’ঘন্টার উদ্বোধনী আয়োজনে বিভিন্ন দেশের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন মার্চপাস্ট এবং হাংচৌ ও চীনের ঐতিহ্য তুলে ধরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা হৃদয় জয় করে নিয়েছে চীন ও বিশ্বের কোটি কোটি মানুষের। হাংচৌ এশিয়াডের ঔজ্বল্য ছাপিয়ে গেছে আগের সব এশিয়ান গেমসকে।

৪৫টি দেশ ও অঞ্চলের রেকর্ড সংখ্যক প্রায় সাড়ে ১২ হাজার খেলোয়াড়ের অংশগ্রহণে, প্রযুক্তি নির্ভর ও পরিবেশবান্ধব এ গেমস নিয়ে বিশ্বের তাবৎ গণমাধ্যমে প্রশংসার ফোয়ারা ছুটেছে। বাংলাদেশের গণমাধ্যমেও হাংচৌ এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের সচিত্র, সপ্রশংস প্রতিবেদন এসেছে। কোনো কোনো গণমাধ্যম একে অলিম্পিকের মতো বর্ণাঢ্য গেমস বলে অভিহিত করেছে। প্রসঙ্গত বাংলাদেশের ২৪০ সদস্যের দল হাংচৌ এশিয়াডে অংশ নিচ্ছে বিধায় প্রায় সব প্রতিবেদনে এসেছে বাংলাদেশের কথা।

বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র ইত্তেফাক তাদের খেলাধুলার পাতায় ৮ কলামজুড়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে হাংচৌ এশিয়াডের বর্ণাঢ্য উদ্বোধন নিয়ে। ‘হৃদয় জয় করলো চীনের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান’- শিরোনামের প্রতিবেদনে হাংচৌ এশিয়ান গেমসে নজরকাড়া আয়োজন এবং চীনের সাংগঠনিক ক্ষমতার ভূঁয়সী প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ৪৫টি দেশের ক্রীড়াবিদদের মার্চপাস্ট শেষে গেমসের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

পত্রিকাটি লিখেছে, ‘চীনের লক্ষ্য ছিল এশিয়ান গেমস হবে অলিম্পিকের মতো। …করোনার কারণে চীন অনেকের কাছে কটু কথা শুনেছিল। (চীন) শেষ হয়ে গেছে, সেখানে কিছু হবে না। এ সব নানান নেতিবাচক কথা চীনকে একবিন্দু টলাতে পারেনি। চীন নিজের শক্তি আর সামর্থের কথা, নিজেকে জানান দিতে এশিয়ান গেমসকে হাতিয়ার হিসেবে নিয়েছিল। পৃথিবীর কাছে নিজেদের সম্মান তুলে ধরতে এটাই ছিল তাদের চোখে মোক্ষম অস্ত্র। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীন জানিয়ে দিল তাদের জয়গানের কথা’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn