বাংলা

হাংচৌ এশিয়ান গেমস এশিয়া ও বিশ্বে একতা ও সহযোগিতা, শান্তি ও বন্ধুত্ব উন্নত করবে: এন সের মিয়াং

CMGPublished: 2023-09-18 15:46:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের এশিয়ান গেমসের প্রতিপাদ্য হল "হার্ট টু হার্ট, @ফিউচার।" আশা করা যায় যে, এশিয়ার দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা এশিয়ান গেমসের বড় মঞ্চে একে অপরকে একত্রিত করবে এবং সম্মিলিতভাবে ভবিষ্যতের দিকে মুখোমুখি হওয়া যায়। এভাবে অভিন্ন ভবিষ্যতের এশিয়ান এবং মানবজাতির কমিউনিটি গড়ে উঠবে। এন সের মিয়াং বিশ্বাস করেন যে, হাংচৌ এশিয়ান গেমসের এই থিমটি বর্তমান আন্তর্জাতিক পরিবেশে জরুরি প্রয়োজন।

তিনি বলেন, "প্রতিযোগিতা নিজেই একটি দুর্দান্ত সুযোগ দেয়। হাংচৌ-এর সুন্দর পরিবেশে, ক্রীড়াবিদদের অভিজ্ঞতা, সংস্কৃতি ও বৈচিত্র্যকে হৃদয় দিয়ে অনুভব করবে এবং একসঙ্গে একটি উন্নত ও শান্তিময় বিশ্ব গড়তে এশিয়া ও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করবে পৃথিবী।"

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে, এন সের মিয়াং বিশ্বাস করেন যে, সাম্প্রতিক বছরগুলিতে চীন একের পর এক বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে, যা কেবল বিশ্বের ক্রীড়া শক্তি হিসাবে চীনের মর্যাদাই প্রতিষ্ঠা করেনি, বরং চীনকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সবচেয়ে বিশ্বস্ত অংশীদারে পরিণত করেছে।

"চীন সফলভাবে গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক আয়োজন করেছে এবং এই বছর ছেংদুতে ইউনিভার্সিয়েড গেমসও আয়োজন করেছে। এখন হাংচৌ এশিয়ান গেমস আয়োজন করবে। এটি বিশ্বের ক্রীড়া শক্তি হিসেবে চীনের মর্যাদা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সবচেয়ে বিশ্বস্ত অংশীদারে পরিণত হয়েছে। খেলাধুলার মাধ্যমে শান্তি ও বন্ধুত্ব প্রচার এবং সবার জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করার চেষ্টা করছে চীন। আমি মনে করি, এটিই চীনের বড় বড় ক্রীড়া ইভেন্টগুলো সফলভাবে আয়োজন করার তাত্পর্য। আমি বিশ্বাস করি যে, চীন ভবিষ্যতে আরও ইভেন্ট আয়োজন করবে।"

এন সের মিয়াং হাংচৌ এশিয়ান গেমস নিয়ে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন এবং তার শুভেচ্ছা জানান। তিনি বলেছেন, "আমি সব ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় সেরা ফলাফল কামনা করি! হাংচৌ-এর জন্য, আমি বলতে চাই: আসুন, হাংচৌতে!”

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn