‘চীন-মধ্য এশিয়া মানবাধিকার উন্নয়ন ফোরাম, ২০২৩’ ও প্রসঙ্গকথা
চায়না ফাউন্ডেশান ফর হিউম্যান ডেভেলপমেন্টের উপপ্রধান ওয়াং কুও ছিং জানান, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ, উত্থাপনের দশ বছর পর, সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ‘গণপণ্য’ ও সবচেয়ে বড় আকারের আন্তর্জাতিক সহযোগিতামূলক প্লাটফর্মে পরিণত হয়েছে। মধ্য-এশিয়ার দেশসমূহসহ, আন্তর্জাতিক সমাজের সাথে একযোগে, পারস্পরিক কল্যাণ ও জয়-জয় চেতনার নতুন অধ্যায় লিখতে পারবে বলে চীন আশা করে।
তিনি বলেন, “আমাদের ফাউন্ডেশান সংস্কৃতি, শিক্ষা, ইত্যাদি নানান খাতে অন্য দেশের সাথে সহযোগিতা জোরদার করতে চায়। চীন ও মধ্য-এশিয়ার জনগণের বন্ধুত্ব জোরদার, পারস্পরিক সহযোগিতা ঘনিষ্ঠতর করা, এবং একযোগে নতুন ভবিষ্যতের জন্য কাজ করা সম্ভব হবে বলে আমরা আশা করি।”