বাংলা

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুননির্মাণ কাজ দেখতে হেই লং চিয়াং প্রদেশে প্রেসিডেন্ট সি

CMGPublished: 2023-09-08 15:39:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সামুদ্রিক ঘুর্ণিঝড় ডকসুরির প্রভাবে চীনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছিল। এ দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুননির্মাণের কাজ কেমন চলছে, তার খোঁজ-খবর নিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) হেই লং চিয়াং প্রদেশের শাং চি শহর পরিদর্শন করেন।

চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে বেইজিং ও থিয়ান চিন শহর এবং হ্য পেই ও হেই লং চিয়াং প্রদেশসহ নানা জায়গায় দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টি হয় এবং তাতে সৃষ্ট বন্যায় জানমালের ব্যাপক ক্ষতি হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে পুননির্মাণ কাজ চলছে এবং এমন প্রেক্ষাপটে হেই লং চিয়াং প্রদেশ আসেন প্রেসিডেন্ট সি।

জাপান-বিরোধী যুদ্ধের বীর চাও শাং চির নামানুসারে শাং চি শহরের নামকরণ করা হয়। হেই লং চিয়াং প্রদেশের রাজধানী হারবিনের দক্ষিণ-পূর্বে অবস্থিত এ শহর চীনের বিখ্যাত একটি চাল উত্পাদনকারী এলাকা। এখানে চাষের আওতাধীন জমির পরিমাণ ২২৬ হাজার হেক্টর এবং গত বছর এখানে খাদ্য উত্পাদনের পরিমাণ ছিল ১৩ লাখ ৫০ হাজার টন।

আগস্ট মাসের শুরুতে শাং চি শহরে দেখা দেয় ১৯৫৭ সালের পর গত ৬৬ বছরের মধ্যে ভয়াবহতম বন্যা। ২৯ হাজার হেক্টর জমিতে উঠতি ফসলের ক্ষতি হয়। কিছু দিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থানীয় কমিটি কৃষি ক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলা বিষয়ে নির্দেশনা প্রদান করে। স্থানীয় কমিটির সম্মেলনে বলা হয়, ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও স্থাপনা দ্রুত ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং কৃষকরা আবার চাষ শুরু করতে সক্ষম হবেন। এর ফলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

এখন খাদ্য উত্পাদনের গুরুত্বপূর্ণ মৌসুম চলছে। প্রেসিডেন্ট সি লং ওয়াং মিয়াও গ্রামে আসেন ফসলি জমিতে ধানের উৎপাদন পরিস্থিতি দেখতে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn