বাংলা

চীনের অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক মূল্যায়ন প্রবাসী চীনাদের

CMGPublished: 2023-08-04 18:57:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ৪: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য-উপাত্ত বলছে, চলতি বছরের প্রথমার্ধে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র উদ্যোগে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় বিদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনাদের একাধিক প্রতিষ্ঠান এবং চীনা ভাষার গণমাধ্যমের প্রধানরা জানান, জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এ বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতিতে সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় ছিল। এতে চীনের অর্থনৈতিক শক্তির দীর্ঘমেয়াদী সুষ্ঠু অবস্থা প্রতিফলিত হয়েছে। প্রবাসী চীনারা চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রতি আস্থাশীল রয়েছেন। তারা মনে করেন, চীনের অর্থনীতির উচ্চ গুণগতমানের উন্নয়ন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও বেশি আত্মবিশ্বাস ও শক্তি যুগাচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী চীনা সমিতির প্রধান ওয়াং হাই চুন জানান, চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে উদীয়মান প্রযুক্তি খাতের সাফল্য। তিনি বলেন, “এ বছরের প্রথমার্ধে চীনের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমরা বিপুল সংখ্যক প্রবাসী চীনা অত্যন্ত গর্বিত। এ ছাড়া ভবিষ্যতে চীনা অর্থনীতির উচ্চ মানের উন্নয়নের ব্যাপারে আস্থা রয়েছে আমাদের।”

শান্তিপূর্ণ জাতীয় পুনরেকত্রীকরণ বিষয়ক সিডনি চীন পরিষদের প্রধান ওয়াং রান বলেন, “এ বছরের প্রথমার্ধে আমি বেইজিং, চিয়াংসুসহ একাধিক স্থান সফর করেছি। আমার অনুভূতি হলো, চীন নিরবচ্ছিন্নভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে এবং উদ্ভাবন খাতে আরও বেশি সমর্থন দিচ্ছে। এ ছাড়া, বহু বিদেশি শিল্পপ্রতিষ্ঠানও চীনে তাদের বিনিয়োগ আরও বাড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, অব্যাহত ও দৃঢ়ভাবে উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়ার কারণে চীনের অর্থনীতিতে সুষ্ঠু ধারা বজায় রয়েছে।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn