বাংলা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজক শহর ছেংতু

CMGPublished: 2023-08-03 17:43:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ ছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজন ছেংতুতে স্টেডিয়াম ও অন্যান্য খেলাধুলা অবকাঠামো নির্মাণকেও অনেক এগিয়ে নিয়েছে। এ গেমসের আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকে, ছেংতুতে মোট ৪৯টি স্টেডিয়াম নির্মিত হয়েছে বা সংস্কার হয়েছে। এর মধ্যে ৩৬টি আগের পুরনো স্টেডিয়াম থেকে উঁচু মানে উন্নীত করা।

এ ছাড়া শহরের পুরনো আবাসিক এলাকাগুলোতেও অনেক উন্নতি হয়েছে। উ ফু ইউয়ান আবাসিক এলাকা ১৯৯৬ সালে নির্মাণ করা হয়েছিল। ২০২০ সালে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের স্টেডিয়াম সংস্কার হওয়ার সুবাদে উ ফু ইউয়ান ও তার আশেপাশের এলাকায় সার্বিক উন্নতি হয়েছে। এলাকার রাস্তা ও স্থাপনাসহ সেখানকার নানা ক্ষেত্র সব দিক দিয়ে নতুন হয়ে গেছে।

স্থানীয় একজন কমকর্তা সাংবাদিককে জানান, “এখানে নতুন রাস্তা নির্মিত হয়েছে, আবাসিক এলাকার আশেপাশে গাড়ি পার্কিং ও বাজার নির্মিত হয়েছে। এটা বাসিন্দাদের জন্য অনেক সুবিধা সৃষ্টি করেছে।”

একটি আন্তর্জাতিক গেমস একটি শহরে নানা দিক থেকে পরিবর্তন বয়ে আনে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজন ছেংতুর উন্নয়নে এবং এর আন্তর্জাতিক প্রভাবের ক্ষেত্রে অবশ্যই অনেক ইতিবাচক ভূমিকা পালন করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn