বাংলা

চ্যচিয়াং প্রদেশে অভিন্ন সমৃদ্ধি অর্জনের নতুন পদক্ষেপ

CMGPublished: 2023-07-25 15:30:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এক সপ্তাহ আগে চ্যচিয়াং প্রদেশের নিংপো শহরের ইন চৌ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে অবস্থিত চ্যচিয়াং ইথিয়েন যন্ত্রপাতি লিমিটেড কোম্পানি নতুন কারখানা ভবনে স্থানান্তরিত হয়েছে।

বর্তমানে নতুন সরঞ্জামের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উত্পাদন শুরু হয়। পুরানো কারখানা থেকে নতুন কারখানায় স্থানান্তর হতে মাত্র ৫ কিলোমিটার যেতে হয়। তবে, এটা তিন শতাধিক কিলোমিটারের সহযোগিতার ফলাফল। কারণ, যে ভূমিতে নতুন কারখানা অবস্থিত সে ভূমি নিংবো শহরের ইন চৌ অঞ্চল এবং ছুইচৌ শহরের ছুই চিয়াং অঞ্চল যৌথভাবে অধিকার করে।

ইথিয়েন যন্ত্রপাতি লিমিডেট কোম্পানি হচ্ছে উচ্চ পর্যায়ের সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ৫ বছরে ছোট একটি কারখানা ভাড়া করা হতো। অর্ডারের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদনের আকার বাড়ানো আরও জরুরি হয়ে পড়ে।

এ কোম্পানির উপ-মহাপরিচালক থাং চিয়েন কুও বলেন, নিংবো শহরে কোনো ভূমি খুঁজে পাওয়া সম্ভব না। কারণে আমাদের কারখানার চাহিদা একটু বেশি। কারখানার উচ্চতা ২৭ মিটার হতে হয়।

ছুই চৌ শহরের ছুই চিয়াংয়ের ভূমি পাওয়ার পর নিংবো, যার একটি উন্নত শিল্প এবং স্বল্প জমি রয়েছে, তারা প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে সক্ষম হয়। একই সময় ছুই চৌ শহরের জন্য বিনিয়োগ আকর্ষণ করা সহজ হয়ে ওঠে।

ইথিয়েন যন্ত্রপাতি লিমিডেট কোম্পানির উপ মহাপরিচালক থাং চিয়েন কুও বলেন, ‘ছিটমহল প্ল্যাটফর্ম’ এই নীতির কল্যাণে আমাদের শিল্পপ্রতিষ্ঠান অনেক উন্নত হয়েছে। বার্ষিক আউটপুট ১০ কোটি ইউয়ান থেকে ৩০ কোটি ইউয়ান, তারপর ৩০ কোটি ইউয়ান থেকে ৫০ কোটি ইউয়ান হয়েছে। এভাবে আমাদের উত্পাদন ক্ষমতা বেড়েছে।

‘ছিটমহল প্ল্যাটফর্ম’ এই মডেলের মাধ্যমে পাবর্ত্য অঞ্চলে এবং সমুদ্রের পাশে অবস্থিত বিভিন্ন জায়গার উন্নয়ন করা সম্ভব হয়েছে।

লিলি/তৌহিদ/রুবি

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn