৩১তম সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রাম উদ্বোধন
জানা গেছে, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের সব বিছানার দৈর্ঘ্য ২ মিটার। ক্রীড়াবিদদের উচ্চতা বিবেচনা করে বিছানা ২.৩ মিটার পর্যন্ত লম্বা করা যাবে। ইউনিভার্সিয়েডের পর এসব বিছানা পুনরায় সংযোজন করার পর শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারবে।
প্রতিযোগিতা চলাকালে গ্রামে থিমযুক্ত গালা, দেশি-বিদেশি মুভি’র প্রদর্শনী এবং চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
চীনা প্রতিনিধি দলের কার্য-নির্বাহী দলনেতা লিউ লি সিন বলেন, সামার ইউনিভার্সিয়েডের ক্রীড়াবিদ গ্রামের ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো, নিরাপদ, আরামদায়ক, চমত্কার ও বুদ্ধিমান আন্তর্জাতিক যুব কমিউনিটির মতো।
এবারের সামার ইউনিভার্সিয়েডের ১৮টি বড় প্রকল্পের প্রতিযোগিতায় অংশ নেবেন চীনা প্রতিনিধি দলের ৪১১জন ক্রীড়াবিদ। লিউ লি সিন বলেন,
‘নিজের ভূমিতে প্রতিযোগিতার জন্য আমাদের পরিশ্রম করা উচিত্। আমাদের উদ্দেশ্য হলো, সবচে বেশি স্বর্ণপদক জয় করা। আমরা বিশ্বের তরুণ-তরুণী এবং বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে গভীরভাবে বিনিময় করবো, চীনা গল্প তুলে ধরবো এবং চীনা যুবক, চীনা জনগণ ও চীনের ভালো চেহারা তুলে ধরবো।’
চীনা প্রতিনিধিদলে প্রায় ৯০ শতাংশেরও বেশি ক্রীড়াবিদ প্রথমবারের মতো সামার ইউনিভার্সিয়েডে অংশ নিচ্ছেন এবং ৩৪জন অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন।
লিলি/তৌহিদ/রুবি