বাংলা

নতুন নতুন বাজারে প্রবেশ করছে চীনের এনইভি

CMGPublished: 2023-07-13 15:07:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৩: গাড়ি উত্পাদন ও বিক্রিতে টানা ১৪ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে চীন। পাশাপাশি নতুন-জ্বালানি গাড়ি বা এনইভির উত্পাদন ও বিক্রিতেও টানা ৮ বছর ধরে একই রকম সাফল্য ধরে রেখেছে দেশটি। চীনের এনইভি ব্র্যান্ডের প্রসার এবং ভালো গুণগতমান বাজারে ব্যাপক স্বীকৃতি পেয়েছে এবং তাদের প্রভাব দিন দিন বাড়ছে। বিশ্ব বাজারে চীনা এনইভির প্রসারের পদক্ষেপও দ্রুততর হচ্ছে।

চীনের একটি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ঘোষণা করেছে যে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সালভাদোরে তিনটি কারখানার সমন্বয়ে গঠিত এক বড় আকারের উত্পাদন কমপ্লেক্স নির্মাণ করবে। এতে থাকবে বিদ্যুৎ-চালিত বাস ও ট্রাকের চেসিস উত্পাদনের কারখানা, নতুন-জ্বালানি গাড়ি উত্পাদনের কারখানা এবং বিশেষ করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি উপাদানের কারখানা। কারখানাটি ২০২৪ সালের দ্বিতীয়ার্থে চালু হবে। গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের পরিকল্পনা এখান থেকে বছরে দেড় লাখ গাড়ি তৈরি করা।

এই প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস-চেয়ারম্যান লি ক্য বলেন, ব্রাজিলে বড় আকারের উত্পাদন কমপ্লেক্স নির্মাণ করা হলো আমেরিকা অঞ্চলের বাজারে প্রতিষ্ঠান উন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্থানীয় বাজারে নতুন-জ্বালানি গাড়ির জনপ্রিয় হওয়ার জন্য সহায়ক। তিনি বলেন,

আমরা কেবল বিদ্যুৎ-চালিত গাড়ি এবং প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উত্পাদন করা যায় এমন কারখানা নির্মাণ করছি না ব্রাজিলে, বরং পুরো বিদ্যুৎ-চালিত গাড়ির সিস্টামকে ব্রাজিলে নিয়ে এসেছি। আগামী কয়েক বছরে আমরা ৩ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৬২৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করবো এবং ৫ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবো।

এ ছাড়া গত মার্চ মাসে ১১৭টি চীনা ব্র্যান্ডের নতুন-জ্বালানি গাড়ি চীনের লান ইয়ুন কাং শহর থেকে মেক্সিকোতে পাঠানো হয়েছে। ২০২২ সালে চিলিতে একটি চীনা বাস প্রতিষ্ঠান ১০২২টি বিদ্যুৎ-চালিত বাসের অর্ডার পেয়েছে। এটা চীনা বাস প্রতিষ্ঠানের বৃহত্তম বিদেশি অর্ডার পাওয়ার রেকর্ড।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn