চীন রুদ্ধদ্বার ও বৈরিতামূলক ‘ছোট চক্রের’ বিরোধিতা করে
জুন ২: গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে। মুখপাত্র সু ইয়ু থিং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক, এশিয়া ও প্যাসিফিক সহযোগিতা সংস্থা এপেকের বাণিজ্যমন্ত্রী সম্মেলনের সুফলসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সু ইয়ু থিং উল্লেখ করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও উন্মুক্ত অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার ভিত্তিতে সম্ভব হবে। চীন রুদ্ধদ্বার ও বৈরিতামূলক ‘ছোট চক্রের’ বিরোধিতা করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবার এপেকের বাণিজ্যমন্ত্রী সম্মেলন চলাকালে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রেইমন্ডো চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক, পেশাদার ও গঠনমূলক বিনিময় করেছেন। চীনের বিরুদ্ধে মার্কিন আর্থ-বাণিজ্যিক নীতি, সেমি-কন্ডাক্টর নীতি, রপ্তানি নিষেধাজ্ঞা, বৈদেশিক পুঁজি বিনিয়োগ যাচাইসহ বিভিন্ন বিষয়ে চীনের উদ্বেগ প্রকাশ করেছেন। এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে সু ইয়ু থিং বলেন,
যুক্তরাষ্ট্রের ‘চিপ ও বিজ্ঞান আইন’সহ সেমি-কন্ডাক্টর শিল্পের নীতি এবং রপ্তানির নিষেধাজ্ঞা নিয়ে চীন অনেক উদ্বেগ প্রকাশ করে। যা চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল। দু’পক্ষ এসব বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছে এবং পরবর্তীতে আলোচনার জন্য একমত হয়েছে।
সম্মেলনকালে দুইপক্ষ একমত হয়েছে যে, যোগাযোগের পদ্ধতি স্থাপন করা, আর্থ-বাণিজ্যের বিস্তারিত বিষয় এবং সহযোগিতার বিষয়ে বিনিময় জোরদার করা উচিত।