বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রাখবে চীন: মুখপাত্র
মে ২৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শু ইয়ু থিং চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলনের আর্থ-বাণিজ্যিক সাফল্য, চীন ও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এবং চীন ও জার্মানির আর্থ-বাণিজ্যসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
গত সপ্তাহে চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, শীর্ষসম্মেলনে ধারাবাহিক গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সাফল্য অর্জিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় মধ্য এশিয়ার দেশগুলোর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে চীন-মধ্য এশিয়া অর্থ ও বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা, ডিজিটাল বাণিজ্য, অবকাঠামো ও প্রকল্পের নির্মাণসহ নানা ক্ষেত্রে তিনটি বহুপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে। এতে চীন ও মধ্য এশিয়ার আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করার দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে।
‘মধ্য এশিয়ার দেশগুলোর আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সেসব দেশে গুদাম নির্মাণে নানা শিল্পপ্রতিষ্ঠানকে উত্সাহ দেবে এবং চীনের ই-কমার্সের প্লাটফর্মে প্রবেশে মধ্য এশিয়ার দেশগুলোকে সমর্থন করবে বেইজিং। আমরা আন্তঃদেশীয় অবকাঠামোর নির্মাণকে এগিয়ে নেবো এবং তেল, প্রাকৃতিক গ্যাস ও নতুন জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতাকে জোরালো করবো। সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করবে চীন।’
সম্প্রতি রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চীন সফর করেছেন। সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চীন-রাশিয়া বাণিজ্য ফোরাম শাংহাইয়ে সফলভাবে আয়োজিত হয়। দেশ দুটি ‘পরিষেবা ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে। পর্যটন, ক্রীড়া, পরিবহন ও চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।