বাংলা

"আধুনিকীকরণের প্রশ্নের" চীনের সমাধান

CMGPublished: 2023-03-17 14:04:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ১৭: ১৫ মার্চ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি এবং বিশ্বের রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চ-পর্যায়ের সংলাপে যোগ দেন এবং একটি মূল বক্তব্য প্রদান করেন। সি চিন পিং আধুনিকীকরণের রাস্তা অন্বেষণের বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির বোঝাপড়ার পদ্ধতিগত ব্যাখ্যা দেন, "আধুনিকীকরণ সম্পর্কে প্রশ্নের" উত্তর দেন, এবং প্রথমবারের মতো একটি ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ প্রস্তাব করেন। এ প্রস্তাব হচ্ছে বিশ্বের আধুনিকীকরণ প্রক্রিয়ার উন্নয়ন এবং মানব সভ্যতার অগ্রগতির জন্য একটি চীনা সমাধান।

কিভাবে "আধুনিকীকরণের প্রশ্ন"-এর উত্তর দেওয়া যায়? সি চিন পিং এ ক্ষেতে পাঁচ-দফা প্রস্তাব পেশ করেন: আমাদেরকে জনগণকে অগ্রাধিকার দেওয়ার ধারণা মেনে নিয়ে, আধুনিকীকরণে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে; আমাদেরকে অবশ্যই স্বাধীনতা ও স্বনির্ভরতার নীতি ধরে রেখে, আধুনিকীকরণের রাস্তার বৈচিত্র্য অন্বেষণ করতে হবে; আমাদেরকে অবশ্যই সততা ও উদ্ভাবনের চেতনা প্রতিষ্ঠা করে, আধুনিকীকরণ প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হবে; আমাদেরকে অবশ্যই ‘নিজে দাঁড়াতে চাইলে অন্যদের আগে দাঁড়াতে দিতে হবে’—এমন দৃষ্টিভঙ্গি প্রচার করে, আধুনিকীকরণের কল্যাণ ছড়িয়ে দিতে হবে; এবং আমাদেরকে অবশ্যই একটি জোরালো মনোভাব বজায় রেখে, আধুনিকীকরণে নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এই সার্বিক ব্যাখ্যাকে আধুনিকীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার দিক-নির্দেশনা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

যখন একটি দেশ আধুনিকীকরণের দিকে অগ্রসর হয়, তখন কেবলমাত্র আধুনিকীকরণের সাধারণ পথ অনুসরণ করলে হবে না, বরং তার নিজস্ব জাতীয় অবস্থার উপর ভিত্তি করে নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন পথ খুঁজে বের করতে হবে। তা ছাড়া, বিভিন্ন সুযোগ ভাগ করে নেওয়ার এবং একসাথে একটি অভিন্ন ভবিষ্যত তৈরি করার ওপর জোর দিতে হবে। চীনা কমিউনিস্ট পার্টি এটি সমর্থন করে এবং চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা-শৈলীর আধুনিকীকরণও এইভাবে অনুশীলন করা হয়।

এই উচ্চ-পর্যায়ের সংলাপ-বৈঠকে, সি চিন পিং আবারও বিশ্বের সামনে চীনা-শৈলীর আধুনিকীকরণের তাত্পর্য ব্যাখ্যা করেন। তিনি জোর দিয়ে বলেন, "চীনা-শৈলীর আধুনিকীকরণ বৈশ্বিক উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, মানুষের আধুনিকীকরণের পথ অন্বেষণে নতুন উত্সাহ প্রদান করবে, এবং মানবসমাজের আধুনিকীকরণে তাত্ত্বিক ও ব্যবহারিক উদ্ভাবনে নতুন অবদান রাখবে।“ এই তিনটি "নতুন” সম্পূর্ণরূপে প্রমাণ করে যে, চীনের আধুনিকীকরণ হচ্ছে বিশ্বের শান্তি ও আন্তর্জাতিক ন্যায্যতার পক্ষের শক্তি বৃদ্ধি।

আধুনিকীকরণের প্রক্রিয়ায়, মানবজাতির সৃষ্ট বিভিন্ন সভ্যতা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবারের উচ্চ-পর্যায়ের সংলাপে সি চিন পিং প্রথমবারের মতো ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ উত্থাপন করেন। তিনি বিশ্ব সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করতে, সমস্ত মানবজাতির অভিন্ন মূল্যবোধকে প্রচার করতে, সভ্যতার উত্তরাধিকার ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে, এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক জনমত অনুসারে, ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ হল চীনের উত্থাপিত আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, যা এর আগে উত্থাপিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, এবং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ-এর মতো মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সভ্যতার সমতা, পারস্পরিক শিক্ষা, সংলাপ এবং সহনশীলতা মেনে চলা, শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং স্বাধীনতাসহ মানবজাতির সমস্ত সাধারণ মূল্যবোধ সম্প্রসারণ করা, বিভিন্ন দেশের ইতিহাস এবং সংস্কৃতির মূল্য অন্বেষণ করা... এই প্রস্তাবগুলো বিশ্ব সভ্যতার ভারসাম্য রক্ষা এবং ইতিবাচক ও কল্যাণকর দিকে বিকাশলাভের সুযোগ সৃষ্টি করবে; মানুষের অনেক সমস্যার সমাধানেও সাহায্য করবে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একটি বৈশ্বিক সভ্যতা সংলাপ এবং সহযোগিতা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার সম্ভাবনা বিবেচনা করার প্রস্তাব করেছেন, যা সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম সরবরাহ করবে। চীনা কমিউনিস্ট পার্টি সবসময়ই বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারে বিশ্বাস করে এবং সব দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের কথা প্রচার করে।

বিশ্বের সর্ববৃহত রাজনৈতিক দল হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি সভ্যতার প্রশ্নে, আধুনিকীকরণের প্রশ্নে নিজের প্রস্তাব দিয়েছে, নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। ভবিষ্যতে, চীনা-শৈলীর আধুনিকীকরণ প্রচারের প্রক্রিয়ায়, চীনা কমিউনিস্ট পার্টি উচ্চ-মানের উন্নয়ন, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে এবং সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারে ইতিবাচক ভূমিকা রেখে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this story on

Messenger Pinterest LinkedIn