বাংলা

বিশ্বের জন্য নতুন আশা বয়ে এনেছে হংকং

CMGPublished: 2023-02-07 13:37:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ৭: গতকাল (সোমবার) থেকে হংকং ও চীনের মূল ভূভাগের মধ্যে লোকজনের যাতায়াত স্বাভাবিক হয়েছে। মূল ভূভাগ ও হংকংয়ের মধ্যে আসা-যাওয়ায় এখন আর কোনো বাধা নেই। আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্টেরও প্রয়োজন নেই। ব্লুমবার্গ বলছে, হংকং অর্থনীতি ও পর্যটন পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি হংকং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও স্থানীয় বাসিন্দারকে ৭ লাখ বিমান টিকিট উপহার দেওয়ার কথা ঘোষণা করে। হংকং বিশেষ প্রশাসনিক সরকারের মতে, আন্তর্জাতিক নগর হিসেবে হংকং ‘ফিরে’ এসেছে। আন্তর্জাতিক তথ্যমাধ্যমের মতে, ভবিষ্যতে চীনের মূল ভূভাগ ও বিশ্বকে সংযুক্ত করায় বিশেষ ভূমিকা পালন করবে হংকং।

মহামারী হংকংয়ের অর্থনীতির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। পয়লা ফেব্রুয়ারি হংকং সরকার এক আনুমানিক পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখে যায়, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে হংকংয়ের জিডিপি ৩.৫ শতাংশ কমেছে। এর আগে হংকং পর্যটন ব্যুরো প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০২২ সালে হংকংয়ে আসা পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৬ লাখ ৪৬০০ জন, মহামারীর আগের তুলনায় যা অনেক কম।

চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণনীতি সমন্বয় ও মহামারী পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, চীনের মূল ভূভাগ ও হংকংয়ের মধ্যে যাতায়াত অবাধ হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক এলাকার অর্থ বিভাগের প্রধান চেন মো পো ৫ ফেব্রুয়ারি বলেন, সরকারি ও ব্যবসায়িক ভ্রমণ এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার হবে; পর্যটকের সংখ্যা বাড়বে এবং রপ্তানি, পরিবহন ও লজিস্টিক, পর্যটন, খুচরা বিক্রি ও ক্যাটারিং খাত পুনরুদ্ধার হবে। পাশাপাশি, হংকংয়ে ইতিবাচক ও আশাবাদী পরিবেশ সৃষ্টি হবে। সিএনএন ওয়াবসাইট ৩ ফেব্রুয়ারি গোল্ডম্যান শ্যাক্সের বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে বলেছে, চলতি বছর হংকংয়ের অর্থনীতি বৃদ্ধি পাবে ৩.৫ শতাংশ।

বিশ্ব হংকংয়ের ওপর দৃষ্টি রাখে, কারণ হংকং আন্তর্জাতিক আর্থিক, নৌ পরিবহন ও বাণিজ্যের কেন্দ্র এবং চীনা মূল ভূভাগের সাথে অনেক দেশের আদান-প্রদানের প্লাটফর্ম। হংকংয়ের অর্থনীতি ভাল হলে, বিশ্বের জন্যও তা কল্যাণকর। তা কুং পাও পত্রিকার এক সম্পাদকীয়তে বলা হয়েছে, হংকং ও মূল ভূভাগের মধ্যে মানুষ ও পণ্যের অবাধ আসা-যাওয়া হংকংয়ের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

হংকংয়ের স্থানীয় সরকারের অনুমান অনুযায়ী, চলতি বছর ২৫০টির বেশি সম্মেলন ও প্রদর্শনী হংকংয়ে অনুষ্ঠিত হবে এবং লাখ লাখ ব্যবসায়ী ও পর্যটক হংকংয়ে আসবেন। হংকংয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের আসা-যাওয়া স্বাভাবিক হবার কারণে, হংকংয়ের অর্থনীতি ধাপে ধাপে পুনরুদ্ধার হবে এবং হংকংয়ে বিদেশি বিনিয়োগ ও মূল ভূভাগের কোম্পানির অর্থায়ন বাড়বে।

গেল কয়েক দিনে, হংকং বিশেষ প্রশাসনিক সরকারের প্রধান নির্বাহী লি কা চিউ একটি প্রতিনিধিদল নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এটা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে হংকংয়ের অংশগ্রহণের একটি উদাহরণ। অর্থ, প্রযুক্তিগত নবায়ন, লজিস্টিক ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নতুন লক্ষ্য আছে, চাহিদাও আছে। এ চাহিদা পূরণে হংকং নিজের প্রাধান্য কাজে লাগাতে পারে। যেমন, আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে দেশ দু’টির বিনিয়োগে সাহায্য করতে পারে হংকং। পাশাপাশি, আন্তর্জাতিক নবায়ন প্রযুক্তি কেন্দ্র ও দেশ-বিদেশের সাংস্কৃতিক বিনিময়কেন্দ্র নির্মাণ করছে হংকং, যা দু’পক্ষের জন্য আরও সহযোগিতার সুযোগ বয়ে আনবে।

সুখবর আসছে। জানুযারি মাসে হংকংয়ের পিএমআই সূচক বেড়ে দাঁড়ায় ৫১.২-তে। গেল অগাস্ট মাস থেকে হংকংয়ের এ সূচক প্রথমবারের মতো বৃদ্ধির পর্যায়ে ফিরে এসেছে। মূল ভূভাগ ও হংকংয়ের মধ্যে যাতায়াত স্বাভাবিক হবার ফলে কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপসাগর এলাকার নির্মাণকাজেও নতুন করে গতির সঞ্চার হবে। এতে যেমন হংকং আরও উন্নয়নের চালিকাশক্তি পাবে, তেমনি বিশ্বের জন্যও আরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn