বাংলা

বসন্ত উত্সব চীনা অর্থনীতির একটি ভাল সূচনা

cmgPublished: 2023-01-31 12:41:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ ছাড়া বসন্ত উত্সবের সময় ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট পরিষেবা বিক্রির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ১.৩ গুণ বেড়েছে। গোটা চীনের ভ্রমণ করেছে ৩০৮ মিলিয়ন পার্সনটাইম, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩.১ শতাংশ বেশি। পর্যটন খাতে আয় ৩৭৫.৮ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি হয়েছে। জাতীয় অভিবাসী পরিচালনা সংস্থার পরিসংখ্যানে বলা হয়, প্রস্থানকারী লোকসংখ্যা বছরে ১২০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া অনেক চীনা পর্যটক বিদেশে বসন্ত উত্সব কাটিয়েছেন। এ বছরের বসন্ত উত্সবের সময় চীনাদের বিদেশে ভ্রমণের বুকিং-অর্ডার গত বছরের চেয়ে ৬৪০ শতাংশ বেশি হয়েছে। বসন্ত উত্সবের প্রথম দিন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রথম দফা চীনা পর্যটকদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিকে বসন্ত উত্সবের সময় চলচ্চিত্র বাজারের অবস্থাও বেশ চাঙ্গা হয়ে ওঠে। জাতীয় চলচ্চিত্র কোম্পানির পরিসংখ্যানে বলা হয়, এ বছর বসন্ত উত্সবের সময় সিনেমা বক্স অফিসের মোট আয় হয় ৬.৭৫৮ বিলিয়ন ইউয়ান; যা গত বছরের চেয়ে ১১.৮৯ শতাংশ বেশি।

চীনের বসন্ত উত্সবের খরচ বিশ্ব অর্থনীতিতে প্রেরণা যুগিয়েছে। অনেক সংস্থা ও বিদেশি ব্যক্তিবর্গ মনে করেন, প্রাণবন্ত চীনা অর্থনীতি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত ‘২০২৩ সালে বিশ্বের অর্থনৈতিক অবস্থা ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে চীনা অর্থনীতি বৃদ্ধির গতি ৪.৮ শতাংশ হবে। সুইস ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীনা অর্থনীতির প্রবৃদ্ধি শুধুমাত্র চীনা প্রতিষ্ঠান ও জনগণকে উপকৃত করে না, বরং অনেক উন্নয়নশীল ও উন্নত দেশও এতে উপকৃত হয়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn