হত্যাকাণ্ডের তালিকা দীর্ঘ করা যাবে না
পাশাপাশি, মার্কিন রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ পুলিশ ব্যবস্থার সংস্কার আরও কঠিন করে তুলেছে। ২০২১ সালের মার্চ মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’ গৃহীত হয়। তবে, ২০২২ সালের মে মাসে বাইডেন সরকারের পুলিশ আইন প্রয়োগকারী আচরণ সংশোধন করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে আইনের শক্তি ব্যাপকভাবে হ্রাস করা হয় এবং প্রভাবহীন হয়ে পড়ে।
এ ছাড়া, মার্কিন বন্দুক সংস্কৃতি ও পুলিশি সহিংসতা তুলনামূলকভাবে একটি দুষ্ট চক্র গঠন করে। সুইজারল্যান্ডে অবস্থিত একটি হাল্কা অস্ত্র তদন্তকারী সংস্থার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯৩ মিলিয়ন ব্যক্তিগত মালিকানাধীন বন্দুক রয়েছে। যা মার্কিন লোকসংখ্যার চেয়েও বেশি! এটি মার্কিন পুলিশ আইন প্রয়োগের বিপদ বাড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক ভাষণে স্বীকার করেন যে- মার্টিন লুথার কিংয়ের স্বপ্ন বাস্তবায়িত হয় নি। তিনি মার্কিন চেতনার জন্য সবাইকে লড়াই করার আহ্বান জানিয়েছেন। কিন্তু, মার্কিন চেতনা আসলে কোথায়?