বাংলা

শেনচৌ-১৫ মনুষ্যবাহী মহাকাশযানের সফল উত্ক্ষেপণ ও চীনের মহাকাশকেন্দ্র প্রসঙ্গ

CMGPublished: 2022-11-30 15:29:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের মহাকাশকেন্দ্রে এখন আছে থিয়ানহ্য মূল কেবিন, ওয়েনথিয়ান পরীক্ষামূলক কেবিন, মেংথিয়ান পরীক্ষামূলক কেবিন, থিয়ানচৌ-৫ মালবাহী যান, শেনচৌ-১৪ ও শেনচৌ-১৫ মনুষ্যবাহী যান। সবমিলিয়ে ওজন প্রায় শতাধিক টন।

মহাকাশকেন্দ্রে একইসঙ্গে ৬ জন নভোচারীর সমাবেশ প্রসঙ্গে চীনের মহাকাশ প্রকল্পের নভোচারী ব্যবস্থার প্রধান ডিজাইনার হুয়াং ওয়েই ফেন বলেন, ছয় জন নভোচারী প্রথম পাঁচ দিনের মধ্যে বিভিন্ন পরীক্ষা চালাবেন এবং প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন। এরপর নির্ধারিত সময়ে শেনচৌ-১৪ নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবেন। শেনচৌ-১৫ নভোচারীরা মহাকাশকেন্দ্রে আগামী ৬ মাস অবস্থান করে গবেষণা চালাবেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn