বাংলা

জমে উঠেছে চীন আন্তর্জাতিক কার্টুন উৎসব

CMGPublished: 2022-11-25 16:31:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার) অষ্টাদশ চীন আন্তর্জাতিক কার্টুন উৎসব দেশটির চ্য চিয়াং প্রদেশের হাং চৌ শহরে উদ্বোধন হয়েছে। এবারের উৎসবের প্রতিপাদ্য হল ‘যৌথভাবে নতুন যুগকে সমৃদ্ধ ও কার্টুনের মাধ্যমে ভবিষ্যৎ সৃষ্টি করা’। অনলাইন এবং অফলাইন প্রদর্শনী, ফোরাম, বাণিজ্য, ও প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে উৎসবে।

তাতে অনুষ্ঠিত কার্টুন শিল্পের উচ্চ পর্যায়ের এক ফোরামে হাং চৌ শহরের ‘নতুন যুগে হাং চৌ’র কার্টুন গ্যাম এবং ই-স্পোর্টস শিল্পের উচ্চ মানের উন্নয়নের প্রস্তাব’ গৃহীত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হাং চৌ শহর আন্তর্জাতিক কার্টুন শহর, ই-স্পোর্টসের বিখ্যাত শহরের লক্ষ্যমাত্রা নিয়ে গুণগত মান বৃদ্ধি, ডিজিটাল সংস্কার, সুনির্দিষ্ট সরবরাহ, সংযুক্তভাবে উন্নয়নের পদ্ধতিতে সার্বিকভাবে শহরের কার্টুন গ্যাম ও ই-স্পোর্টস শিল্পের উচ্চ মানের উন্নয়ন বেগবান করবে।

চ্য চিয়াং প্রদেশের কার্টুন শিল্প সমিতির নির্বাহী সচিব শেন ইয়ু লিয়াং জানান,

এই নীতি প্রদেশের জন্য একটি সুখবর। পরবর্তীতে প্রদেশটি শ্রেষ্ঠ কার্টুন তৈরি করবে, বিদেশে কার্টুন রপ্তানির মঞ্চ স্থাপন করবে, এবং পেশাদার মানব সম্পদ লালন করবে। প্রদেশ এবং হাং চৌ শহরের কার্টুন গ্যাম ও ই-স্পোর্টস শিল্পের উন্নয়ন এগিয়ে যাবে। ২০২৫ সাল নাগাদ হাং চৌ শহরের কার্টুন গ্যাম ও ই-স্পোর্টসের বার্ষিক মূল্য ৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

চীন আন্তর্জাতিক কার্টুন উৎসবের গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে কার্টুন শিল্প মেলা একই সঙ্গে উদ্বোধন হয়েছে। এতে দেশ-বিদেশের শতাধিক কার্টুন গ্যাম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিয়েছে। মেলায় চীনের নিজস্ব তৈরি কার্টুন দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এতে ঐতিহাসিক গল্প থেকে রচিত ‘তা ইয়ু বন্যা প্রতিরোধের গল্প’ আছে, মিং আমলের সরকারি কর্মকর্তা চেং হ্য জাহাজ দল নিয়ে বিভিন্ন দেশ সফরের গল্প নিয়ে রচিত কার্টুন আছে, আরও আছে বর্তমান যুগের অবস্থা প্রতিফলিত করে তৈরি কার্টুন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn