বাংলা

সি-বাইডেন বৈঠক শান্তির পথে সুদূরপ্রসারী অগ্রগতি

CMGPublished: 2022-11-15 14:40:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫: গতকাল (সোমবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে উভয় নেতা চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের কৌশলগত সমস্যা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আন্তরিক ও গভীর মতবিনিময় করেছেন।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাস্তব পরিস্থিতি দু’দেশ ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে এবং আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

প্রেসিডেন্ট সি বলেন,

‘চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের নেতা হিসেবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের দিক-নির্দেশনা প্রদান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা উচিৎ। রাজনীতিকদের নিজ নিজ দেশের উন্নয়নকে সামনে রেখে চিন্তা করার পাশাপাশি অন্য দেশ এবং বিশ্বের সঙ্গে সহাবস্থানের উপায় নিয়েও ভাবা উচিৎ।’

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে যুগের পরিবর্তন অভূতপূর্ব উপায়ে সংঘটিত হচ্ছে। মানব সমাজ অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশ্ব একটি যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাবে? এ নিয়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন।

তিনি বলেন,

‘চীন ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে ভালোভাবে পরিচালনা করবে বলে আশা করে আন্তর্জাতিক সম্প্রদায়। আজকে আমাদের বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের বিভিন্ন দেশের সঙ্গে বিশ্ব শান্তির আশা জোরালো করা, বিশ্বের স্থিতিশীলতার ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ানো এবং অভিন্ন উন্নয়নে চালিকা শক্তি প্রদান করা উচিৎ। আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের কৌশলগত সমস্যা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আন্তরিক ও গভীরভাবে মত বিনিময় করতে ইচ্ছুক। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের পথে আবার ফিরিয়ে আনতে এবং দু’দেশ ও বিশ্বের জন্য কল্যাণ সৃষ্টি করতে আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রইলাম।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn