বাংলা

নতুন পথযাত্রায় চীন: সহযাত্রী বিশ্ব ও বাংলাদেশ

CMGPublished: 2022-11-13 18:45:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘অ্যা নিউ জার্নি ফর চায়না’- শিরোনামে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের একটি নিবন্ধ ছাপা হয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে। ১৩ নভেম্বর প্রকাশিত ওই নিবন্ধে চীনা রাষ্ট্রদূত গত ১৬ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত সিপিসির ২০তম কংগ্রসের চুম্বক অংশগুলো তুলে ধরেন। চীনা জাতির মহান পুনর্জাগরণ, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র প্রতিষ্ঠা ও চীনের স্বকীয় ধারার আধুনিকায়নের নতুন পথযাত্রায় শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নির্দেশনা ও ২০তম কংগ্রসের গৃহীত সিদ্ধান্তগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন রাষ্ট্রদূত লি জিমিং। এগুলো চীনের পাশাপাশি কীভাবে বিশ্ব ও বাংলাদেশের জন্য কল্যাণকর হবে- সে বিষয়েও আলোকপাত করেছে তিনি।

আজকের সংবাদ পর্যালোচনায় আমরা নজর দেব বিষয়টি দিকে।

নিবন্ধের শুরুতে রাষ্ট্রদূত লি জিমিং সিপিসির ২০তম কংগ্রেসে গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল সিপিসির ৯৬ মিলিয়ন সদস্যের মধ্য থেকে নির্বাচিত ২ হাজার ২৯৬ জন সদস্য ঐতিহাসিক এ কংগ্রেসে যোগ দেন। তিনি বলছেন, ইতিহাসের এমন এক ক্রান্তিকালে এটি অনুষ্ঠিত হয়েছে যখন চীনা জাতির মহান পুনর্জাগরণের নতুন পথ-পরিক্রমায় রয়েছে চীন। এটি শুধু চীন নয়, বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত লি।

২০তম কংগ্রেসে সি চিনপিংয়ের পুনরায় দলের সাধারণ সম্পাদক পদে আসীন হওয়া এবং তাঁকে কেন্দ্র করে দলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা, সি’র তাত্ত্বিকভাবনা- নতুন যুগে চীনা বৈশিষট্যমণ্ডিত সমাজতন্ত্র সিপিসির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা এবং একে পার্টির জন্য অবশ্য পালনীয় নির্দেশনা হিসেবে গণ্য করাকেও বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করেন চীনা রাষ্ট্রদূত।

নিবন্ধে রাষ্ট্রদূত লি জিমিং গত এক দশকে বিশেষ করে শেষ ৫ বছরে সিপিসির নেতৃত্বে চীনে নিরঙ্কুশ দারিদ্র্য দূর করা এবং সার্বিকভাবে একটি মাঝারি ধরনের সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn