বাংলা

চলতি বছরে প্রথম ৭ মাসে চীন-ইউরোপ রেলপথে চলেছে ৮৯৯০টি ট্রেন

CMGPublished: 2022-08-04 14:31:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে চীন-ইউরোপ রেলপথে মোট যাতায়াত করেছে ৮৯৯০টি ট্রেন। চলতি বছর নতুন করে চালু হয়েছে সি’আন ও ছুংছিংসহ শহর দিয়ে রোমানিয়ার কনস্ট্যান্টার পর্যন্ত রেল ও নৌ যৌথ পরিবহন রুট। চীন-ইউরোপ রেলপথের আওতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে চীন-ইউরোপ রেলপথ ২৪টি ইউরোপীয় দেশের ২০০টিরও বেশি শহরে যেতে পারে। ইউরোপ থেকে ফিরে আসা ট্রেন ও ইউরোপে যাওয়া ট্রেনের অনুপাত ৮৮ শতাংশ; যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেড়েছে।

তা ছাড়া, আলাশানখৌ, হরগোস, মানচৌলিসহ বন্দর ও রিয়ার চ্যানেল সম্প্রসারণ প্রকল্প চলছে তাতে বিভিন্ন বন্দরের পরিবহনের দক্ষতা জোরদার হয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে চীন-ইউরোপ ট্রেনের পশ্চিম, মধ্য ও পূর্ব রুটের দৈনিক গড় পরিবহনের পরিমাণ ২০২০ সালের তুলনায় যথাক্রমে ১৮.৩ ১৭.৭ ও ৩৬.৫ শতাংশ বেশি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, ভবিষ্যতে চীন-ইউরোপ রেলপথের কৌশলগত করিডোরকে কাজে লাগিয়ে অবকাঠামো নির্মাণ, আন্তর্জাতিক সহযোগিতা, পরিবহনের সংগঠন ও ট্রেনের গুণগতমান এবং কার্যকারিতা উন্নত করা হবে। দেশীয় এবং আন্তর্জাতিক দ্বৈত প্রচলনের সুষ্ঠু চলাচল এবং আর্থ-সামাজিক স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করা হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn