মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা বাস্তবায়ন করছে চীন
চেন সু আরো বলেছেন, ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাব হল মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তিনি বলেছেন, আমরা আঙ্কটাড-এর সঙ্গে গবেষণা ও সহযোগিতা জোরদার করেছি এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং উন্নয়শীল দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে চীনের অভিজ্ঞতা শেয়ার করেছি এবং অবদান রেখেছি।
চেন সু আরও বলেছেন, কোভিড-১৯ মহামারি দেখা দেয়ার পর থেকে চীন সবসময় আন্তর্জাতিক সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে কষ্ট কাটিয়ে উঠেছে। আন্তর্জাতিক সমাজ তার প্রশংসা করেছে।
চেন সু বলেছেন, চীন সবার আগে নানা পক্ষের সঙ্গে মহামারির তথ্য শেয়ার করে এবং তার প্রতিরোধের অভিজ্ঞতা বিনিময় করে। নানা দেশকে বিপুল পরিমাণ মহামারি প্রতিরোধক সামগ্রী সরবরাহ করে এবং চিকিত্সা দল পাঠায়। চীন সবার আগে উত্থাপন ও বাস্তবায়ন করে টিকার বৈশ্বিক গণ পণ্যের ধারণা এবং সাবার আগে টিকার মেধাস্বত্ব বাদ দেয়াকে সমর্থন করে এবং উন্নয়নশীল দেশের কাছে প্রযুক্তি হস্তান্তর করেছে। চীনের মহামারি প্রতিরোধ সহযোগিতা আন্তর্জাতিক সমাজ বিশেষ করে উন্নয়নশীল দেশের উচ্চ মূল্যায়ন লাভ করেছে। বিশ্বব্যাপী মহামারি এখনো শেষ হয়নি। তাই চীন মানব জাতির অভিন্ন মূল্যবোধ পোষণ করে মহামারি প্রতিরোধ ও টেকসই অর্থনীতি পুনরুদ্ধার বাস্তবায়নে আরো অবদান রাখবে।