বাংলা

বহুপক্ষবাদে অবিচল রয়েছে চীন: রাষ্ট্রদূ লি ছেং কাং

CMGPublished: 2022-06-20 14:14:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২০: বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রীদের সম্মেলন সম্প্রতি জেনিভায় শেষ হয়েছে। তাতে পরিকল্পনার বাইরে সাফল্য অর্জিত হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার চীনা প্রতিনিধি রাষ্ট্রদূত লি ছেং কাং সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এ সম্মেলনের সাফল্য সংস্থাটির সদস্য দেশসমূহের পারস্পরিক সমর্থনে অর্জিত হয়েছে, তাতে সদস্যদের সমন্বয় করে ও সংহতি গড়ে কঠিনতা কাটিয়ে ওঠার দৃঢ়প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে। সম্মেলন চলাকালে চীন গঠনমূলক ও দৃষ্টান্তপূর্ণ ভূমিকা পালন এবং সমন্বয়কারী হিসেবে কাজ করেছে। বাস্তব বহুপক্ষবাদ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপক্ষবাদী ব্যবস্থা রক্ষা করা চীনের লক্ষ্য বলে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত।

গত ১২ থেকে ১৭ জুন পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকবার বৈঠকের ফলে ‘১ প্লাস ৪’ সাফল্য অর্জিত হয়েছে। এক মানে বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রীদের সম্মেলনের সফল দলিল স্বাক্ষরিত হয়েছে। তাতে বিভিন্ন পক্ষ বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপক্ষবাদী ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার চালানোয় একমত হয়েছে। চার মানে করোনা মহামারি, মত্স্য খাতে ভতুর্কি, খাদ্য নিরাপত্তা ও ই-কমার্সসহ নানা ক্ষেত্রে মতৈক্য বাস্তবায়নে সম্মত হয়েছে সবপক্ষ।

বিশ্ব বাণিজ্য সংস্থার চীনা প্রতিনিধি রাষ্ট্রদূত লি ছেং কাং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা সমন্বয় ও সম্মতির নীতি পালন করে। সংস্থাটির সদস্য দেশসমূহের পরস্পরকে দেওয়া সমর্থন ও সমন্বয়ের কারণে এবারের সম্মেলনের সাফল্য অর্জিত হয়েছে। চীন এ সম্মেলনে গঠনমূলক ভূমিকা পালন করেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn