বাংলা

চীনের জাতীয় গণকংগ্রেসের আসন্ন নিয়মিত সম্মেলন প্রসঙ্গে

cmgPublished: 2022-06-17 12:54:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৭: চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির নিয়মিত সম্মেলন ২১ থেকে ২৪ জুন বেইজিংয়ে আয়োজিত হবে। সম্মেলনে ক্রীড়া আইনের সংশোধিত খসড়া, অ্যান্টি-টেলিকম ও নেটওয়ার্ক জালিয়াতি আইনের খসড়া, কৃষিপণ্যের মানদন্ড ও নিরাপত্তা আইনের সংশোধিত খসড়া, এবং সিভিল এনফোর্সমেন্ট আইনের খসড়া যাচাই করা হবে। গতকাল (বৃহস্পতিবার) এনপিসি’র স্থায়ী কমিটির আইন প্রণয়ন কর্ম-কমিশনের এক প্রেস ব্রিংফিয়ে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ইন্টারনেটে শরীরচর্চা জনপ্রিয় হয়ে উঠেছে। চীনা নাগরিকরা শরীরচর্চা ও স্বাস্থ্যের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন। জাতীয় ফিটনেস ও জাতীয় স্বাস্থ্যকে সমন্বিত করা হলো এবারের ক্রীড়া আইন সংশোধনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে এনপিসি’র স্থায়ী কমিটির আইন প্রণয়ন কর্ম-কমিশনের মুখপাত্র ইয়াং হ্যে ছিং বলেন,

“চীন জাতীয় শরীরচর্চা-ব্যবস্থা গড়ে তুলবে। দেশে জাতীয় শরীরচর্চার গণ পরিষেবাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। নাগরিকদেরকে শরীরচর্চায় নানাভাবে উত্সাহ দেওয়া হবে। পাশাপাশি, শরীরচর্চার মানদন্ডও নির্ধারণ করা হবে। নাগরিকদের ফিজিক পর্যবেক্ষণ ও জাতীয় শরীরচর্চা পর্যবেক্ষণ-ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক পৌর সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে জাতীয় শরীরচর্চার প্রয়োজনীয় সুবিধা সরবরাহ করার অনুরোধ জানানো হবে।”

সম্প্রতি দেশের টেলিকম নেটওয়ার্ক জালিয়াতি হট ইস্যুতে পরিণত হয়েছে। অভিজ্ঞতা সংগ্রহের ভিত্তিতে টেলিকম ও ইন্টারনেট জালিয়াতি-বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের লক্ষ্য হলো প্রতিরোধমূলক আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা। টেলিকম নেটওয়ার্ক জালিয়াতি দমনের জন্য আইনগত নিশ্চয়তা দেওয়া হবে। এবারের পর্যালোচনায় বহুমুখী পরিচালনা, উত্স থেকে পরিচালনা, ও সম্পূর্ণ চেইন পরিচালনা অন্তর্ভুক্ত হবে। ইয়াং হ্যে ছিং বলেন,

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn