বাংলা

চীনে শিল্প ইন্টারনেট দ্রুত উন্নত হচ্ছে

cmgPublished: 2022-06-16 15:15:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৬: ‘বিশ্ব শিল্প ইন্টারনেট সম্মেলন, ২০২২’ গতকাল (বুধবার) অনলাইনে আয়োজিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, চীনের শিল্প ইন্টারনেট দ্রুত উন্নত হচ্ছ এবং ভবিষ্যতে এ খাতে উন্নয়নের সুযোগও অনেক বেশি।

বর্তমানে চীনে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিপ্লব সাধিত হচ্ছে এবং শিল্প খাতে সংস্কারকাজ দ্রুত উন্নত হচ্ছে। শিল্প ইন্টারনেট নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি ও উত্পাদন-শিল্পের গভীর একীকরণের পণ্য হিসাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।

চীনা রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণাকেন্দ্রের উপপরিচালক লং কুও ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শিল্প ইন্টারনেটের নির্মাণকাজে বেশ অগ্রগতি হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন,

“চীনের শিল্প ইন্টারনেটের অর্থমূল্য ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। শিল্প ইন্টারনেট জাতীয় অর্থনীতির ৪৫টি গুরুত্বপূর্ণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিল্প ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে একক প্রতিষ্ঠানের যোগ্যতা বাড়ানো ও খরচ কমানো হয়েছে। শিল্প ইন্টারনেট গবেষণা ও নকশা, উত্পাদন এবং ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।”

চীনের শিল্প ইন্টারনেট গবেষণালয়ের প্রধান লু ছুন ছং সম্মেলনে বলেন, শিল্প ইন্টারনেটের কয়েকটি উপাদান আছে। ইন্টারনেট হলো এর ভিত্তি, প্ল্যাটফর্ম হলো চাবিকাঠি, পরিসংখ্যান হলো গুরুত্বপূর্ণ উপাদান, নিরাপত্তা হলো নিশ্চয়তা এবং একীকরণ হলো নেতৃত্ব। এ ব্যবস্থা বর্তমানে অব্যাহতভাবে উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, উত্পাদনের পরিবেশ উন্নত হচ্ছে, মানদন্ড ব্যবস্থাও উন্নত হচ্ছে। চীনের শিল্প ইন্টারনেটসংশ্লিষ্ট শিল্পের প্রযুক্তি গবেষণা, কম্পিউটিং, শিল্প-বুদ্ধিমত্তা, ৫জি, ইত্যাদি আন্তর্জাতিক মানে পৌঁছেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn