বাংলা

চীনের উত্পাদন-শিল্পের উন্নয়ন প্রসঙ্গ

cmgPublished: 2022-06-15 14:01:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৫: সাম্প্রতিক বছরগুলোয় চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। নতুন শিল্প দ্রুত উন্নত হচ্ছে। শিল্পব্যবস্থা আরও সুস্থ, শিল্পচেইন আরও উন্নত, উত্পাদিত পণ্যের মান আরও উন্নত হয়েছে। চীন উত্পাদন-শিল্পে ও ইন্টারনেটে বড় দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এটি সার্বিকভাবে সচ্ছল সমাজ ও সমাজতন্ত্রিক আধুনিক দেশ গড়ে তোলার ভিত্তিস্বরূপ।

২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের শিল্প খাতের অর্থমূল্য ২০.৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে ৩৭.৩ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে। এর মধ্যে উত্পাদন-শিল্পের মূল্য ১৬.৯৮ ট্রিলিয়ন থেকে ৩১.৪ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী সিন কুও পিন গত সোমবার বেইজিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিংফিংয়ে বলেন,

“২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের শিল্পে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৬.৩ শতাংশ, যা বিশ্বের ২ শতাংশের চেয়ে বেশি। ২০২০ ও ২০২১ সালে মহামারীর প্রভাবে চীনা শিল্পে প্রবৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ।”

বিশ্বের অর্থনীতির ডিজিটাইজিং উন্নত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় চীনের নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি ও উত্পাদনের একীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাধারণ প্রকৌশলী হান সিয়া বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে চীনের উত্পাদন-শিল্পে উত্পাদন-পদ্ধতি, প্রতিষ্ঠানগুলোর কাঠামো, ব্যবস্থাপনার পদ্ধতি ও কর্মসংস্থানের পদ্ধতির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে। এটি কার্যকরভাবে উত্পাদন-শিল্পের মান উন্নত করেছে, খরচ কমিয়েছে, সবুজায়ন ও নিরাপদ উন্নয়ন ত্বরান্বিত করেছে। হান আরো বলেন,

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn