বাংলা

‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ

CMGPublished: 2022-06-10 16:15:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশের জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি এ বাজেটে ঘাটতিও বেশি। অর্থমন্ত্রী আশা করেন, আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে তিন হাজার সাত মার্কিন ডলার। বাজেটের কারণে জিনিসপত্রের দাম বাড়া ও কমার ঘটনা ঘটে। নানামুখী বিশ্লেষণও চলে। এবারে বাজেটের ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

প্রস্তাবিত বাজেটের উল্লেখযোগ্য কিছু দিক শুরুতেই তুলে ধরা হলো।

আগামী ২০২২-২৩ অর্থবছর সর্বজনীন পেনশন চালুর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় সরকার আগামী অর্থবছরে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, বেকার তরুণ যুবকদের জন্য বিমা-ব্যবস্থা চালুসহ চার ধরনের সামাজিক বিমা চালুর প্রস্তাব করা হয়েছে। যা বেশ আশার দিক।

দেশে শিল্প ও বাণিজ্য সহায়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলার লক্ষ্যে চলমান সেতু, উড়ালসড়ক ও টানেলসমূহ অন্তর্ভুক্ত করে আরো নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বৃহৎ সেতু নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন।

করোনা মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনার মাধ্যমে ৭ কোটি ২৯ লাখ মানুষ উপকৃত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, সরকারের সময়োপযোগী যথাযথ পদক্ষেপ গ্রহণ ও সেগুলোর কার্যকর বাস্তবায়নের ফলে বাংলাদেশ কোভিড-১৯ অতিমারির ফলে সৃষ্ট ভয়াবহ বিপর্যয়কর অবস্থা সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে। অর্থমন্ত্রী জানান সরকার ঘোষিত ২৮টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে সরাসরি উপকার পেয়েছেন প্রায় ৭ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ব্যক্তি ও প্রায় ১ লাখ ৭২ হাজার প্রতিষ্ঠান ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn