মেধা হল সুশাসনের ভিত্তি
লুই ছিউ-এর কথাগুলো আমাদের উপলব্ধি করায় যে রাজনৈতিক জীবনের জন্য, প্রতিভা হল সুশাসনের ভিত্তি। কেন এই কথা বলা হচ্ছে? ‘ছিউনশু জিইয়া·ফু জি’ বইয়ে স্পষ্ট করা হয়েছে যে মহৎ সামাজিক শাসন অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হবে: ‘সামাজিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনের জন্য জ্ঞানী নেতাদের অবশ্যই ভাল শিষ্টাচার ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তবে শুধুমাত্র এটি প্রয়োজন নয়। কেবল পূর্ণাঙ্গ ব্যবস্থার মাধ্যমেই আমরা সামাজিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জন করতে পারি না। শাসন ব্যবস্থা সম্পূর্ণ হলেও, আপনি যদি প্রতিভাবান ব্যক্তিদের নির্বাচন এবং নিয়োগ করতে না পারেন, তবে সুশাসনের ফলাফল অর্জন করা কঠিন হবে। অগণিত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে, মানুষ হল রাজনৈতিক জীবনের সবচেয়ে বেশি পরিবর্তনশীল অংশ। যদি রাষ্ট্র শাসনে গুণী মানুষ নিয়োগ করা হয় তাহলে ব্যবস্থা সম্পূর্ণ না হলেও সাফল্য অর্জন করা যায়। কিন্তু যদি গুণী মানুষকে নিয়োগ না করে ব্যবস্থা যত সম্পূর্ণ হলেও সুশাসন অর্জন করা খুব কঠিন। প্রাচীনকালে, সম্রাট ইয়াও, শুনকে নিয়োগ করেন। শুন রাজা সিংহাসনে থাকাকালে উ ছেন, পা ইউয়ান, পা খাই প্রমুখ জ্ঞানী ব্যক্তিদের নিয়োগ করেন। থাং রাজা লুই শাং লাই’কে নিয়োগ করে সহযোগিতা পেয়েছেন। ঐতিহাসিক নথি অনুসারে, চৌ কং গুণী প্রতিভাকে নিয়োগ করেছিলেন জীবনের সব ক্ষেত্রে। এটি সঠিকভাবে গুণী মন্ত্রীদের সহায়তার কারণে যে এই সম্রাটরা উপর থেকে নিচ পর্যন্ত পুণ্যকে সম্মান করার এবং গুণীদের সম্মান করার সংস্কৃতি তৈরি করতে পারেন এবং গুণী মন্ত্রীদের মাধ্যমে মহান সাফল্য অর্জন করতে পারেন এবং দেশের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেন।