দেয়ালচিত্রে চমত্কার থাইইউয়ান
থাইইউয়ানে এলে আপনি একটি চমত্কার দর্শনীয় জাদুঘর দেখতে ভুলবেন না, সেটি হলো পেইছি আমলের দেয়ালচিত্র জাদুঘর। জাদুঘরটি নির্মিত হয়েছে ১৫০০ বছর আগে পেইছি আমলের একজন বিখ্যাত মন্ত্রীর সমাধির প্রত্নতাত্ত্বিক খনন স্থলের উপরে।
জাদুঘরের ভেতরে ঢুকে দেখতে পাবেন সেই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, আদি স্থলের প্রদর্শন এবং বৈজ্ঞানিক সংরক্ষণের প্রক্রিয়া।
দেয়ালচিত্রে সমাধিস্থ ব্যক্তির দৈনন্দিন জীবন নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। দর্শক আন্দাজ করতে পারেন, তিনি জীবিত অবস্থায় কীভাবে ভোজ করতেন এবং কীভাবে বাইরে যেতেন।
পেইছি আমলে চীনের বিভিন্ন জাতির মানুষ সংমিশ্রণের সময়। দেয়ালচিত্র থেকে বিভিন্ন জাতির মানুষের বৈশিষ্ট প্রতিফলিত হয়।