বাংলা

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার তরুণরা তিনটি দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতাকে কীভাবে দেখে

CMGPublished: 2024-06-04 18:51:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জার্মানিতে চীনের রাষ্ট্রদূত উ খেন তার বক্তৃতায় বলেন, এই ড্রাগন বোট রেস বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার জন্য একটি মূল্যবান মঞ্চ প্রদান করে এবং সব দেশের জনগণের মধ্যে বন্ধন তৈরি করে। এ বছর চীনের কুয়াংচৌ এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের মধ্যে সিস্টার সিটি সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬তম বার্ষিকী। কুয়াংচৌ (নানশা) ড্রাগন বোট দল এবার হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মেইন নদীতে এসেছে। এটা বিশ্বাস করা হয় যে, এই ড্রাগন বোট রেস সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে চীন ও জার্মানির মধ্যে স্থানীয় আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন প্রেরণা যোগাবে। চীন-জার্মান সম্পর্ককে ঢেউয়ের মধ্য দিয়ে ড্রাগন বোটের মতো এগিয়ে যাওয়ার জন্য জার্মান পক্ষের সর্বস্তরের বন্ধুদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এদিন, ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল ড্রাগন বোট ফ্রেন্ডশিপ কম্পিটিশনের সাথে, ২০২৪ ফ্রাঙ্কফুর্ট চায়না ফেস্টিভ্যালও আনুষ্ঠানিকভাবে শুরু হয়। হানফু প্যারেড, চীনা লোকসংগীত, কস্টিউম নৃত্য, শাওলিন মার্শাল আর্ট, পিকিং অপেরা কোরাস, কুং ফু তাই চি ফ্যান এবং অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি চাইনিজ স্ন্যাকস, চীনা বই, সাংস্কৃতিক সৃজনশীলতা এবং অন্যান্য স্টল দর্শকদের সমৃদ্ধ এবং রঙিন চীনা সংস্কৃতি অভিজ্ঞতার সুযোগ দেয়। মেইন নদীর তীরে খোলা হংছি বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনের এলাকাটি অনেক স্থানীয় মানুষকে আকৃষ্ট করেছিল এবং প্রদর্শনী গাড়ির পাশে ছবি তোলার জন্য লোকেদের সীমাহীন স্রোত ছিল।

ফ্রাঙ্কফুর্টে চীনের কনসাল জেনারেল হুয়াং ই ইয়াং (黄昳扬) বলেন, ভবিষ্যতে চীন ও জার্মানির সব স্তরের মানুষ যৌথভাবে অর্থনৈতিক ও বাণিজ্য, সাংস্কৃতিক, যুব, লোককাহিনী এবং অন্যান্য বিষয়ভিত্তিক কর্মকাণ্ড আয়োজন করবে। সবুজ উন্নয়ন জোরদার করার সাথে সাথে চীনের অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্যগুলি ব্যাপকভাবে প্রদর্শন এগিয়ে নেওয়া এবং চীন ও জার্মানির জন্য টেকসই ভবিষ্যত গঠনের পক্ষে সমর্থন করা বিশাল নতুন সুযোগ নিয়ে আসে।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn