বেইজিংয়ে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের যৌথ আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী
মে ২৫: চীনে, বাংলাদেশ ও ভারতের দূতাবাস যৌথভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। উদযাপনী অনুষ্ঠানটি গতকাল (শুক্রবার) বেইজিংয়ের ছাওইয়াং ডিস্ট্রিক্টে অবস্থিত ভারতীয় দূতাবাসে আয়োজিত হয়।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত অনুষ্ঠানে বক্তৃতা দেন ও উপহার বিনিময় করেন।
বক্তব্য শেষে চীন, বাংলাদেশ ও ভারতের শিল্পীরা চমৎকার অনুষ্ঠান পরিবেশন করেন।