বাংলা

আন্তর্জাতিক যাদুঘর দিবস

CMGPublished: 2024-05-18 10:29:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ ১৮ মে আন্তর্জাতিক যাদুঘর দিবস। আন্তর্জাতিক যাদুঘর কমিটির উদ্যোগে ১৯৭৭ সালে(সাতাত্তর) এ দিবসের যাত্রা শুরু হয়।

এই বিশেষ দিনে, আমি বেইজিংয়ের চীন মিলেনিয়াম মনুমেন্টে এসে ‘সুং রাজবংশ শৈল্পিক সৌন্দর্য’ (The Beauty of Song Dynasty Art) প্রদর্শনী উপভোগ করেছি। আসুন, আমার সঙ্গে প্রদর্শনীটি উপভোগ করুন।

সুং রাজবংশ প্রাচীন চীনা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। একই সময়, এ সময়কালের অনন্য নান্দনিক চিন্তাভাবনা এবং শৈল্পিক শৈলীগড়ে উঠেছিল, যা সুং রাজবংশের সম্রাট হুইজংয়ের সময়কালে তাদের শীর্ষে পৌঁছেছিল।

চীনাদের মতে সুং রাজবংশের নন্দনতত্ত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মিনিমালিজম। পোরসেলিন থেকে শুরু করে, চিত্রকলা এবং পাহাড় ও নদীর পেইন্টিং, একটি সহজ ও মার্জিত শৈলী প্রকাশ করে, এগুলি যতটা সহজ, ততটাই আকর্ষণীয়।

এবারে চীন মিলেনিয়াম মনুমেন্টে অনুষ্ঠিত ‘সুং রাজবংশ শিল্পের সৌন্দর্য’ প্রদর্শনীতে, সুং রাজবংশের নান্দনিকতা আরেকবার প্রত্যক্ষ করা যাক। নকশা, প্রদর্শনী বিন্যাস ও প্রতিটি প্রদর্শিত আইটেম.... এই পুরো প্রক্রিয়া জুড়ে সুং রাজবংশের নন্দনতত্ত্বের সুন্দর শৈল্পিক ধারণায় দর্শকদের কাছে টানার চেষ্টা দেখতে পাচ্ছি।

নিজের হাতে সুং রাজবংশের চীনামাটির বাসন স্পর্শ করার সুযোগ রয়েছে; এই প্রদর্শনীটি অনেক গুরুত্বপূর্ণ আইটেম প্রদর্শন করে, যার মধ্যে অনেকগুলি original। যেমন চা কাপ, সুং রাজবংশে উত্পাদিত চা কাপ তখন জাপানে রপ্তানি করা হয়, এবং খুবই জনপ্রিয়। এবার প্রদর্শনীতে চীনামাটির বাসন ও পেইন্টিং দৃষ্টি আকর্ষণ করে; প্রায় একশ’ মূল্যবান সংগ্রহ রয়েছে!

‘সুং রাজবংশ শৈল্পিক সৌন্দর্য’ প্রদর্শনী মার্চ মাসে শুরু হয়েছে, ১৯ মে পর্যন্ত স্থায়ী হবে।

আন্তর্জাতিক যাদুঘর কমিটির উদ্যোগে ১৯৭৭ সালে এ দিবসের যাত্রা শুরু হয়। চলতি বছরের আন্তর্জাতিক যাদুঘর দিবস ৪৭তম(সাতচল্লিশ) যাদুঘর দিবস।

জিনিয়া/তৌহিদ/ফেই

Share this story on

Messenger Pinterest LinkedIn