চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় চীনা ও বিদেশী সংস্কৃতির অভিজ্ঞতা নিন
জামোরা বলেন, পশ্চিমা মিডিয়া সবসময় চীনকে "বন্ধ" এবং "বন্ধুত্বহীন" হিসাবে চিত্রায়িত করে। প্রকৃতপক্ষে, চীনের বিভিন্ন জাতিগোষ্ঠী, একটি দীর্ঘ সংস্কৃতি এবং বন্ধুত্বপূর্ণ মানুষ রয়েছে। সরকার জনগণের জীবিকাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং জনগণ পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। এটাই আসল চীন। জামোরা বলেন, "আমার পূর্বে প্রাপ্ত তথ্য এবং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে অনেক বৈসাদৃশ্য রয়েছে।"
পেরেজও একইভাবে অনুভব করেন। নিজের দেশে ফিরে আসার পর, তিনি চীনকে থিম হিসেবে নিয়ে একাধিক বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী করার পরিকল্পনা করেছেন, যাতে নিকারাগুয়ান জনগণ তার তোলা ছবির মাধ্যমে একটি ব্যাপক এবং ত্রিমাত্রিক চীনকে বুঝতে পারে। জামোরা বলেছিলেন যে, নিকারাগুয়ায় একটি প্রবাদ আছে: "একটি আঙুল সূর্যকে ঢেকে রাখতে পারে না।" এর অর্থ হল সুস্পষ্ট সত্য গোপন করা যায় না।
জামোরা বলেন, "চীনের উন্নয়ন এমনই। পশ্চিমা মিডিয়া এটাকে যতই অপমান করুক না কেন, চীনের সমাজ প্রাণশক্তিতে পরিপূর্ণ এবং মানুষ শান্তি ও তৃপ্তিতে বসবাস করে এবং কাজ করে।"
ভেনিসে চায়না প্যাভিলিয়ন
বিগত ১৮ এপ্রিল ইতালির ভেনিসে ৬০তম ভেনিস আন্তর্জাতিক আর্ট বিয়েনেলে চায়না ন্যাশনাল প্যাভিলিয়ন একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছর চায়না ন্যাশনাল প্যাভিলিয়ন ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে সম্প্রীতি ও সিম্বিয়াসিস, এবং ভাগ করে নেওয়ার মূল্যবোধ প্রকাশ করার আশা করে।
এই চায়না ন্যাশনাল প্যাভিলিয়ন প্রদর্শনীটি দুটি অংশে বিভক্ত, যা "চীনা পেইন্টিং সিরিজ অফ পাস্ট ডাইন্যাস্টিজ" এবং ৭ জন সমসাময়িক চীনা শিল্পীর কাজ নিয়ে গঠিত। "অতীতের রাজবংশের চায়নিজ পেইন্টিং কালেকশন"-এ দেশ-বিদেশের ২৬০টিরও বেশি সাংস্কৃতিক ও জাদুঘর প্রতিষ্ঠানের অতীত রাজবংশের সূক্ষ্ম চীনা চিত্রের ১২৪০৫টি সেট রয়েছে।
ইতালিতে চীনা দূতাবাসের কালচারাল অফিসের কাউন্সেলর চাং লিং সিয়াও তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, ভেনিস বিয়েনেলে চীনা প্যাভিলিয়ন প্রদর্শনীটি চীন ও ইতালির যৌথ স্মরণে মার্কো পোলোর ৭০০তম মৃত্যুবার্ষিকীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যোগ করে, যা দুই সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও সবদিক থেকে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানকে আরও উন্নত করতে সাহায্য করবে। এবারের ভেনিস আন্তর্জাতিক আর্ট বিয়েনাল চায়না প্যাভিলিয়ন প্রদর্শনী চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে।