বাংলা

জনগণের পছন্দ- দা ইউ-এর বন্যা নিয়ন্ত্রণের কর্তব্য

CMGPublished: 2024-04-06 21:02:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইয়াও, শুন এবং ইউ ছিলেন প্রাচীন চীনে ঋষি রাজাদের প্রতিনিধি। ৪ হাজার বছরেরও বেশি আগে তাঁরা বেঁচে ছিলেন। সেই সময়ে শাসকদের পরিবর্তনে ত্যাগের ব্যবস্থা কার্যকর হয়, অর্থাৎ, সিংহাসনের মালিকানা এক পরিবারের একচেটিয়া ছিল না, বরং গুণ ও যোগ্যতার উপর ভিত্তি করে এবং জনগণের দ্বারা সুপারিশকৃত একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তির দ্বারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়। পূর্ববর্তী সম্রাট স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিয়েছিলেন আরও যোগ্য ব্যক্তির জন্য। ত্যাগ ব্যবস্থাকে বলা যেতে পারে প্রাচীন চীনা জন-কেন্দ্রিক চিন্তাধারার মূর্ত প্রতীক। এটি ‘জনগণের জন্য রাজা প্রতিষ্ঠা করা’র মূল মর্মকে গভীরভাবে ব্যাখ্যা করে।

ঐতিহাসিক নথি থেকে দেখা যায় যে অতীতে ইয়াও যখন সম্রাট হয়েছিলেন, তখন তিনি তার প্রজ্ঞা দিয়ে বিশ্বকে শাসন করেছিলেন এবং মানুষের দুঃখকষ্টের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি সদগুণের চর্চা করেছেন, উপজাতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করেছেন, প্রতিভাকে মূল্য দিয়েছেন এবং সকল জাতিকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। যাতে বিশ্ব ‘পুরষ্কার না দিয়ে কিন্তু মানুষ অনুগত হয়, এবং শাস্তি না দিয়ে কিন্তু মানুষ সুশাসিত হয়।’

‘শু’ বইয়ে উল্লেখ করা হয়েছে যে সম্রাট ইয়াও তার পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারীকে বেছে নেওয়ার সময় আদেশ দিয়েছিলেন যে, পরিবার অভিজাত কিনা তা উপেক্ষা করে শুধুমাত্র গুণী ব্যক্তিদেরই নির্বাচন করা উচিত। সেই সময়, শুন নামে এক যুবক ছিলেন। যদিও তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, তবে পিতামাতার কাছে আনুগত্যের জন্য সুনাম ছিল তার। তাঁর মহৎ চরিত্র এবং যদিও পরিবার তাঁকে বারবার নির্যাতন করেছে, তবুও তিনি সবসময় পরিবারকে ভালবাসেন এবং সম্মান করেন। তাঁর গুণাবলী কেবল নিজের পরিবারকেই প্রভাবিত করেনি, জনগণকেও প্রভাবিত করেছিল। সবাই সর্বসম্মতিক্রমে তাকে শুনের উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছিল।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn