বাংলা

সরকারি ভবনের সামনে আইনের লাঠি: আইনের ঊর্ধ্বে কেউ নয়

CMGPublished: 2024-02-10 20:19:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পূর্ব হান রাজবংশের শেষের দিকে, হান রাজবংশের সম্রাট লিংদি-এর শাসনামলে, নপুংসকদের একটি দল সরকারকে নিয়ন্ত্রণ করত এবং তারা ছিল দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য। জনগণ অভিযোগ করছিল এবং সামাজিক শৃঙ্খলা ব্যাপকভাবে নষ্ট হচ্ছিল। এটি একটি বিশৃঙ্খল যুগ, এবং আইনি ব্যবস্থা দীর্ঘদিন ধরে তার যথাযথ প্রতিরোধ-ক্ষমতা হারিয়েছিল।

ছাও ছাও, তিন রাজ্য আমলে ছাও ওয়েই শাসনের প্রতিষ্ঠাতা, সর্বদা মহান রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশ ও জনগণকে রক্ষা করাকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছিলেন। ছাও ছাও, যার বয়স তখন মাত্র ২০ বছর, লুয়াংয়ের উত্তরাঞ্চল এলাকায় জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়, ছাও ছাও তরুণ ছিলেন এবং মন্দ আচরণকে ঘৃণা করতেন। তিনি ক্ষমতাবান ব্যক্তিদের আইন উপেক্ষা করে স্বেচ্ছাচারিতা করতে দেখলে তা সহ্য করতে পারতেন না। তাই তিনি এটি সংশোধন করার জন্য মনস্থির করেছিলেন। ছাও ছাও মানুষকে ১০টিরও বেশি পাঁচ রঙের লাঠি তৈরি করতে এবং জেলার গেটের চারপাশে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে, যে-কেউ গুরুতরভাবে আইন লঙ্ঘন করলে, বেসামরিক বা বিশিষ্ট ব্যক্তি হলেও, তাকে পাঁচ রঙের লাঠি দিয়ে হত্যা করা হবে।

ছাও ছাও প্রচুর বই পড়তেন এবং বেসামরিক ও সাহিত্য উভয় বিষয়ে প্রতিভাবান ছিলেন। তিনি বিশেষ করে "সান জুর আর্ট অফ ওয়ার’ পছন্দ করতেন এবং "সান জুর আর্ট অফ ওয়ার" এর জন্য প্রথম ঐতিহাসিক টীকা তৈরি করেছিলেন। "দা আর্ট অফ ওয়ার" অনুযায়ী সবচেয়ে উন্নত সামরিক কৌশল হল "বিনা লড়াইয়ে শত্রুকে জয় করা।" এর মানে শক্তি দেখিয়ে যুদ্ধ না-করেই শত্রুকে পরাজিত করা যায়। পাঁচ রঙের লাঠি স্থাপন করা কিছুটা যুদ্ধের কৌশলের মতো ছিল। কিন্তু এমনও লোক ছিলেন, যারা এ কৌশলে বিশ্বাস করতেন না। কয়েক মাস পর, জিয়ান থু, শক্তিশালী মন্ত্রী জিয়ান শুওর চাচা, প্রকাশ্যে রাতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাইরে হাঁটছিলেন। যদিও জিয়ান শুও একজন নপুংসক ছিলেন, তিনি সম্রাট লিংদি-এর বিশ্বস্ত ছিলেন। জিয়ান থু তার ভাগ্নের ওপর নির্ভর করতেন এবং আধিপত্য বিস্তারে অভ্যস্ত ছিলেন। তিনি ভেবেছিলেন যে, ছাও ছাও তাকে কিছু করার সাহস করবেন না। তিনি ভাবতেও পারেননি যে, ছাও ছাও দ্রুত জিয়ান থুকে গ্রেপ্তার করে সত্যি সত্যি তাকে পাঁচ রঙের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করবেন। কিন্তু বাস্তবে তাই ঘটে। তারপর থেকে, ছাও ছাও-এর প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয় এবং কেউ এটি লঙ্ঘন করার সাহস করেনি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn