বাংলা

আইনকে জনপ্রিয় করুন, আইন মেনে চলুন

CMGPublished: 2024-01-26 16:51:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রযুক্তিনির্ভর যুগের আবির্ভাবের সাথে সাথে, চীনের বিভিন্ন স্তরের সরকারসমূহ সমাজের সকল স্তরে অনলাইন মিডিয়াকে দক্ষতার সাথে আইনী শিক্ষা প্রচারের জন্য এমনভাবে ব্যবহার করেছে, যা আধুনিক মানুষ পছন্দ করে। এ থেকে উল্লেখযোগ্য ফলাফলও অর্জিত হয়েছে। ২০০৫ সালের প্রথম দিকে, চিয়াংসু প্রদেশের চেনচিয়াং শহরে "চেনচিয়াং লিগ্যাল এডুকেশন নেটওয়ার্ক" খোলা হয়, যার ফলে স্থানীয় বাসিন্দারা ২৪ ঘন্টায় আইনসম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারেন। শুধুমাত্র ২০০৯ সালে, আইন জনপ্রিয়করণ ওয়েবসাইটটির ফলোয়ারের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যায়। এটি স্থানীয় আইনের জনপ্রিয়তা বাড়িয়েছে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে, চীন সরকার কয়েক দশক ধরে আইনকে জনপ্রিয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। আইনের ধারণাটি জনগণের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়েছে, আইন জনপ্রিয়করণের একটি নতুন প্যাটার্ন তৈরি হয়েছে, যেখানে সবাই আইন বুঝতে পারে এবং সবাই আইন মেনে চলে। চীনে, বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য এবং সরকারের কাজ তত্ত্বাবধানে আইন ব্যবহার করার প্রথা দীর্ঘকাল ধরে প্রচলিত।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn