উত্তরাধিকারসূত্রে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য দক্ষতা—সিয়াবু সূচিকর্ম
চাইনিজ ফটোগ্রাফার ওয়েই সিয়াং হাঙ্গেরিয়ান ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের একজন পরিচালক। ২০১৩ সাল থেকে, তিনি হাঙ্গেরিয়ান ফটোগ্রাফারদের প্রতি বছর চীনে আসার ব্যবস্থা করেছেন এবং চীন ও হাঙ্গেরিতে ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করেছেন। তিনি বলেন,
"আমি আশা করি, হাঙ্গেরিয়ান ফটোগ্রাফাররা তাদের কাজের মাধ্যমে হাঙ্গেরিয়ান জনগণের সাথে চীনের পরিচয় করিয়ে দিতে তাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করবেন, যাতে আরও হাঙ্গেরিয়ান চীনকে বুঝতে পারে।" তিনি স্বীকার করেন যে চীনে তার ভ্রমণের আগে একজন ফটোগ্রাফার যেতে দ্বিধা করেছিলেন কারণ তিনি খাবার এবং বাসস্থান চিন্তিত ছিলেন। কিন্তু চীনে আসার পর তার সন্দেহ দূর হয়ে যায় এবং তিনি বলেন, "আমার জীবনে চীনে এসে আমি খুবই খুশি এবং খুবই ভাগ্যবান মনে করছি।"
বুদাপেস্টের চায়না কালচারাল সেন্টারের ডিরেক্টর জিন হাও বলেন, তিনি আশা করেন যে, এই শেয়ারিং সেশনের মাধ্যমে আরও বেশি মানুষ চীনকে বুঝবে, চীন ও হাঙ্গেরির জনগণকে কাছাকাছি নিয়ে আসবে এবং শৈল্পিক আদান-প্রদানের মাধ্যমে বন্ধুত্বের কথা জানাবে।
জিনিয়া/তৌহিদ/ফেই