বাংলা

সিনচিয়াং আর্ট থিয়েটার অপেরা ট্রুপের জাতীয় পর্যায়ের প্রথম-শ্রেণীর অভিনেতাৃ--আবদুল্লাহ আব্দুললেইম

CMGPublished: 2023-12-05 15:53:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সংস্কার এবং উন্মুক্তকরণের ৪৫তম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে "উত্তরাধিকার, উদ্ভাবন এবং সাংস্কৃতিক মডেল" এর গল্প

২০২৩ সাল হল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪৫তম বার্ষিকী। সংস্কার এবং উন্মুক্তকরণ হলো একটি মৌলিক সিদ্ধান্ত যা বর্তমান কালের চীনের ভাগ্য নির্ধারণ করেছে।এটি কেবল চীনকে গভীরভাবে পরিবর্তন করেনি, বিশ্বকেও গভীরভাবে প্রভাবিত করেছে।

সংস্কার এবং উন্মুক্তকরণের কারণেই চীনের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং অন্যান্য বিষয়গুলোর প্রতিদিন উন্নয়ন হচ্ছে, সারা বিশ্বে চীনের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।

"ইউএন চাইনিজ ভাষা দিবস"ও এই কারণেই শুরু হয়েছিল। প্রথম "চীনা ভাষা দিবস" উদযাপন ২০১০সালের ১২ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয় এবং এটি টানা ১২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। সংস্কার এবং উন্মুক্তকরণের ৪৫ বছরের দুর্দান্ত প্রক্রিয়ায়, চীনা শিল্পীরা, বিপুল সংখ্যক চীনা সাংস্কৃতিক ও শিল্পকর্মীদের মতো, কেবল সাক্ষীই নন, নির্মাতাও।

আবদুল্লাহ আব্দুললেইম সিনচিয়াং আর্ট থিয়েটার অপেরা ট্রুপের একজন জাতীয় পর্যায়ের প্রথম-শ্রেণীর অভিনেতা। সিনচিয়াংয়ের তুমুশুক শহরে তার জন্ম। সিনচিয়াংয়ের উইগুর জাতিগোষ্ঠীর একজন বিখ্যাত গায়ক তিনি। তার আত্মপ্রকাশের ৩০ বছরে, আবদুল্লাহ প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশ করেছেন এবং তার বেশিরভাগ গান এখনও শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়। তিনি শুধু একজন বিখ্যাত গায়কই নন, একজন চমত্কার নাট্যশিল্পীও। তিনি সিনচিয়াং অপেরা ট্রুপের প্রযোজিত মিউজিক্যাল "ভিজিটরস ফ্রম দ্য আইসবার্গ"-এ নায়ক আমির, সিনচিয়াং অপেরা ট্রুপের প্রযোজিত গীতিনাট্য "দ্য গার্ডিয়ান"-এ নায়ক ওয়েই ডেইউ এবং সিনচিয়াং মডার্ন টিভি তে নায়ক আলীর চরিত্রে অভিনয় করেছেন।

আবদুল্লাহ আব্দুললেইম তার অসামান্য কৃতিত্বের মাধ্যমে সিনচিয়াংয়ের সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের ভালবাসা পেয়েছেন এবং তার গানের কেরিয়ারের তুঙ্গে রয়েছেন। তিনি একজন সেরা পর্যায়ের শিল্পী যিনি সিনচিয়াংয়ের সাংস্কৃতিক ও শৈল্পিক ভুবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn