‘চৌ কং আচার ও সঙ্গীত’-এর গল্পে চীনের সংস্কারের চেতনা
সংস্কারের চেতনা সবসময়ই চীনের চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক অগ্রগতি প্রচারে ব্যাপক ভূমিকা পালন করেছে। সংস্কারের চেতনার মূল সারাংশ নিঃসন্দেহে “চৌ ই” গ্রন্থে উল্লেখিত “প্রকৃতিকে অনুসরণ করা এবং মানুষকে সাড়া দেওয়া"। এর অর্থ হল, প্রাকৃতিক নিয়ম মেনে চলতে হবে এবং মানুষের হৃদয়ের চাহিদা ও আকাঙ্খার যত্ন নিতে হবে। আর এর মাধ্যমে প্রকৃতি ও মানুষের একতা উপলব্ধি করা যাবে।
চৌ কং-এর শিষ্টাচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং কুয়ান চং-এর সংস্কার ছিল সেই সময়ের স্থানীয় ঐতিহাসিক পরিস্থিতির ওপর ভিত্তি করে নেওয়া সঠিক সিদ্ধান্ত, যা পরবর্তী প্রজন্মের ওপর গভীর প্রভাব ফেলেছে।
"শি চি" গ্রন্থে উল্লেখিত “চৌ কং আচার-অনুষ্ঠান ও সঙ্গীত” চৌ রাজবংশ আমলের তাত্পর্যপূর্ণ একটি ঘটনা। সংস্কৃতি, রাজনীতি, এবং অন্যান্য দিকগুলোতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং এতে “প্রকৃতিকে অনুসরণ করা এবং মানুষকে সাড়া দেওয়ার" চেতনা গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ইন এবং চৌ রাজবংশ পরিবর্তনের সময়টি ছিল চীনের ইতিহাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সবচেয়ে কঠোর যুগ। এটি চীনের সমগ্র ইতিহাসে মহান উন্নয়ন ও পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। চীনা সভ্যতার ওপর এর প্রভাব অত্যন্ত গভীর।