বাংলা

‘এক অঞ্চল, এক পথ’: প্রত্নতাত্ত্বিক খননে ইতিহাস বিনির্মাণের সাধনা

CMGPublished: 2023-10-10 14:41:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্রাশে পরিষ্কারের পর, মৃৎপাত্রের টুকরোগুলো ধীরে ধীরে তাদের আসল চেহারা প্রকাশ করে। তিং ইয়ান এই মৃৎপাত্রের টুকরোগুলো পর্যবেক্ষণ এবং তুলনা করতে থাকেন, যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। ভিন্ন ভাষা, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং জীবনযাপনের অবস্থা সত্ত্বেও, মাটির পাত্রের টুকরোগুলোতে অনন্য মাটির গন্ধ তিং ইয়ানকে এ অনুভূতি দেয় যে সবকিছুই ‘পরিচিত’।

এটি কাজাখস্তানের রাহাত সাইট। এই সাইটটি থিয়েনশান পর্বতমালার উত্তর পাদদেশে প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ স্থান। আগামী তিন মাস শায়ানসি প্রাদেশিক প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের গবেষক তিং ইয়ান এখানে কাজ করবেন। তিনি সিনহুয়া বার্তা সংস্থাকে বলেছেন:

“এ বছর এখানে খনন কাজ চালানোর লক্ষ্য হলো, ইলি নদীর মধ্যবর্তী অঞ্চলের আদি লৌহযুগের প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির বিন্যাস এবং পরিবর্তনগুলো যৌথভাবে বোঝার জন্য কাজাখস্তানের সহকর্মীদের সঙ্গে কাজ করা”।

রাহাত সাইট থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে শায়ানসি প্রদেশের সি’আন শহরে, আরেকজন পণ্ডিত ওয়াং জিয়ানসিন, যিনি দীর্ঘদিন ধরে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের অধীনে যৌথ প্রত্নতাত্ত্বিক কাজে নিযুক্ত আছেন, তিনি একটি আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। ওয়াং জিয়ানসিন সিল্ক রোড প্রত্নতাত্ত্বিক সমবায় গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী। যদিও তার বয়স ৭০ বছরের বেশি, তবুও তার একটি সম্পূর্ণ সময়সূচি রয়েছে। এই আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের পর, ওয়াং জিয়ানসিন উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে যৌথ পরিদর্শন এবং একাডেমিক বিনিময় কার্যক্রমে অংশ নিতে উজবেকিস্তানে যাবেন।

সি’আন, প্রাচীনকালে ছাংআন নামে পরিচিত, চীনা সভ্যতা ও চীনা জাতির অন্যতম গুরুত্বপূর্ণ জন্মস্থান এবং এটি প্রাচীন সিল্ক রোডের পূর্ব দিকের সূচনা বিন্দু। ২১০০ বছরেরও বেশি আগে, হান রাজবংশের চীনা দূত জাং ছিয়ান, ছাংআন থেকে পশ্চিম অঞ্চলে যাত্রার মাধ্যমে চীন ও মধ্য এশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের দ্বার উন্মোচন করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে, অনেক চীনা পণ্ডিত সি’আন থেকে প্রাচীন সিল্ক রোডের সাংস্কৃতিক নিদর্শনগুলি অন্বেষণ করতে ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর পণ্ডিতদের সঙ্গে যৌথভাবে সিল্ক রোড বিনিময়ে একটি নতুন অধ্যায় রচনা করেছেন।

২০ শতকের শেষের দিকে, ওয়াং জিয়ানসিন প্রাচীন সিল্ক রোডে প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজ শুরু করেছিলেন। চীনের সিল্ক রোডে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণায় ১০ বছর জড়িত থাকার পর, তিনি বিদেশী প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার জরুরি প্রয়োজন অনুভব করেছিলেন। "এক’শ বছরেরও বেশি আগে, পশ্চিমা পণ্ডিতরা 'সিল্ক রোড' ধারণাটি প্রস্তাব করেছিলেন, এবং তারা আধুনিক সময়ে এই ক্ষেত্রে অনেক কিছু করেছেন। কাজটি সিল্ক রোড প্রত্নতাত্ত্বিক গবেষণার আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে ওঠে। শুধুমাত্র আরও ব্যাপক প্রাথমিক তথ্য আয়ত্ত করার মাধ্যমে চীনা পণ্ডিতরা আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে 'চীনা কণ্ঠস্বর' কার্যকরভাবে প্রকাশ করতে পারেন।"

পশ্চিম অঞ্চলে জাং ছিয়ানের যাত্রার লক্ষ্য ছিল Darouzhi অথবা Great Yueh-Chi খুঁজে বের করা যারা Hsiung-Nu দ্বারা পরাজিত হয়ে পশ্চিম দিকে মধ্য এশিয়ায় চলে গিয়েছিল। জাং ছিয়ানের পশ্চিমমুখী যাত্রার পদাঙ্ক অনুসরণ করে, ২০০৯ সাল থেকে ওয়াং জিয়ানসিন সিল্ক রোডে যৌথ প্রত্নতাত্ত্বিক কাজ চালিয়ে যাওয়ার জন্য নর্থওয়েস্ট ইউনিভার্সিটির মধ্য এশীয় প্রত্নতাত্ত্বিক দলকে উজবেকিস্তানে নেতৃত্ব দেন।

দশ বছরেরও বেশি সময় ধরে, ওয়াং জিয়ানসিনের প্রত্নতাত্ত্বিক দল মধ্য এশিয়ায় অনুশীলন ও অন্বেষণ অব্যাহত রেখেছে, উজবেকিস্তানের প্রত্নতাত্ত্বিক পেশাদারদের সঙ্গে একটি চীন-উজবেক যৌথ প্রত্নতাত্ত্বিক দল গঠন করেছে এবং ‘বড় আকারের পদ্ধতিগত আঞ্চলিক সমীক্ষার সাথে ছোট আকারের বৈজ্ঞানিক ও সুনির্দিষ্ট খনন একত্রিত করার একটি কার্যকরী মডেল’ তৈরি করেছে, গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের একটি সিরিজ তৈরি করেছে: প্রাচীন যাযাবর সংস্কৃতি এবং কৃষি সংস্কৃতির বেশ কয়েকটি বসতি স্থান পশ্চিম থিয়ানশান অঞ্চলে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। মধ্য এশিয়ার প্রাচীন Darouzhi, Sogdia এবং প্রাথমিক কুশান (Kushan) সংস্কৃতির বৈশিষ্ট্য ও বিন্যাস নিশ্চিত করা হয়। "শি জি(ঐতিহাসিক রেকর্ড)", "হানশু" এবং অন্যান্য নথি ও প্রত্নতাত্ত্বিক অবশেষের প্রাসঙ্গিক রেকর্ডগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়।

রাহাত সাইটে, চীনা এবং কাজাখস্তানের পণ্ডিতদের দ্বারা সম্পাদিত যৌথ প্রত্নতাত্ত্বিক কাজও ফলপ্রসূ হয়েছিল। ২০১৭ থেকে শুরু করে, শায়ানসি প্রাদেশিক প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট এবং কাজাখস্তানের ইসিক-কুল ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি অ্যান্ড কালচার রাহাত সাইট এবং আশেপাশের সাইটগুলোতে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন কাজ চালানোর জন্য একটি যৌথ প্রত্নতাত্ত্বিক দল গঠন করে।

চীন এবং কাজাখস্তানের প্রত্নতাত্ত্বিকরা প্রথমে রাহাত সাইটে জরিপ ও পরীক্ষামূলক খননকার্য পরিচালনা করেন এবং তারপর সমাধি, ছাইয়ের গর্ত, খাদ এবং অন্যান্য স্থানে খনন করেন এবং প্রচুর পরিমাণে লোহার সরঞ্জাম, তামার অলঙ্কার, পাথরের হাতিয়ার, মৃৎপাত্রের টুকরো ইত্যাদি বের করেন।

যৌথ প্রচেষ্টায় অংশগ্রহণকারী ইসিক-কাজাখস্তান ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি অ্যান্ড কালচারের পরিচালক গুলিমিলা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন। তিনি বলেন, "এ সব সাংস্কৃতিক ধ্বংসাবশেষ থেকে, আমরা প্রাচীন সিল্ক রোড বরাবর মানুষের জীবনের চিহ্নগুলো পর্যবেক্ষণ করতে পারি, যা আমাদের রাহাত সাইটটি গভীরভাবে অধ্যয়ন করতে সাহায্য করবে এবং এ এলাকার ঐতিহাসিক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে" । তিনি আরও বলেন, “শুধু চীনা পণ্ডিতরাই রাহাত সাইটে আসেননি, ৮ জন কাজাখ পণ্ডিতও প্রত্নতাত্ত্বিক খনন এবং অভিজ্ঞতা বিনিময়ে অংশ নিতে চীনে গিয়েছিলেন।"

চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যৌথ প্রত্নতাত্ত্বিক কাজের জোরালো বিকাশের সাথে, ‘এক অঞ্চল, এক পথ’ বরাবরর দেশগুলোর মধ্যে মানব এবং সাংস্কৃতিক সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল।

চলতি বছরের এপ্রিলে প্রথম এশিয়ান কালচারাল হেরিটেজ প্রোটেকশন অ্যালায়েন্স কনফারেন্স সি’আনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রকাশিত ‘এশিয়ান কালচারাল হেরিটেজ প্রোটেকশন অ্যালায়েন্সের সি’আন ঘোষণা’ অনুসারে, জোটের সকল দল ‘মানব অন্বেষণ’, ‘সভ্যতার উৎপত্তি’ এবং ‘সিল্ক রোডে’র থিমগুলো বাস্তবায়নের জন্য মনোনিবেশ করবে।

এ ছাড়াও সি’আনে, এ বছরের মে মাসে অনুষ্ঠিত চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে, চীন এবং মধ্য এশিয়ার পাঁচটি দেশ যৌথ প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ও পুনরুদ্ধার, জাদুঘর বিনিময় ও সহযোগিতা এবং হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন পুনরুদ্ধার ও প্রত্যাবর্তনসহ একাধিক সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

যৌথ সহযোগিতা শুধুমাত্র প্রত্নতাত্ত্বিকভাবেই ফলপ্রসূ হয়েছে তা নয়, চীনা প্রত্নতাত্ত্বিকরাও স্থানীয় এলাকায় সদিচ্ছা ও উদ্দীপনা অনুভব করেছেন। ওয়াং জিয়ানসিন বলেছেন যে, স্থানীয় লোকেরা চীনা ভাষায় ‘হাও’ সম্ভাষণ ও হাসি দিয়ে তাদের বন্ধুত্ব প্রকাশ করে এবং সরকারী কর্মকর্তারাও চীনের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের উৎসাহ দেন। তিং ইয়ানের মনে পড়ে যে কয়েক বছর আগে, রাহাত সাইটে কাজ করার সময়, খনন সাইটের কাছে বসবাসকারী একজন কাজাখ রাখাল বিশেষভাবে চীনা দলকে স্বাগত উপহার হিসাবে একটি ভেড়া পাঠিয়েছিলো।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn