তরুণ উদ্যোক্তা এবং প্রাচীন চীনা স্থাপত্যের গল্প
বিদেশে অধ্যয়নের সময়, ছেন ছিন "বিসিসিএম" বার্মিংহাম চাইনিজ চেম্বার অর্কেস্ট্রা নামে বেশ কয়েকজন সংগীতজ্ঞের সঙ্গে একটি ব্যান্ড গঠন করেন। বার্মিংহাম ইউনাইটেড কিংডমের দ্বিতীয় বৃহত্তম শহর। সে সময় বার্মিংহাম সিটি সেন্টার কনসার্ট হলে অর্কেস্ট্রা "হুয়া ইয়ুন ফেং ইয়া(华韵风雅)" নামে একটি কনসার্টের আয়োজন করেছিল। সেই বৃষ্টির রাতে, দর্শকরা হলের দরজা থেকে রাস্তার ওপারে সারিবদ্ধভাবে ছিলেন।