বাংলা

শিল্পী ডিং শেন ইয়াংয়ের গল্প

CMGPublished: 2023-07-25 17:50:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জার্মানিতে চীনের রাষ্ট্রদূত উ খেন তার বক্তৃতায় বলেন, জার্মানিতে চায়না চেম্বার অফ কমার্স ইউরোপে চীনা কোম্পানিগুলো শিকড় তৈরি করার স্থান। পাশাপাশি, বিশ্বব্যাপী চীনা কোম্পানির অগ্রযাত্রার একটি উজ্জ্বল নিদর্শন এবং চীন-জার্মানি অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ক্রমাগত উচ্চ স্তরে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। উ খেন বলেন,

“গত দশ বছরে, জার্মানিতে চীনা চেম্বার অফ কমার্স ক্রমাগত বৃদ্ধি হয়েছে। এটি চীনা ও জার্মান কোম্পানিগুলির জন্য একটি যোগাযোগের প্ল্যাটফর্ম এবং জার্মানিতে চীনা-অর্থায়ন করা কোম্পানিগুলির মুখপাত্র হয়ে উঠেছে। আশা করা যায় যে, চেম্বার অফ কমার্স প্রতিদিনের কাজের পেশাদারিত্ব জোরদার করতে, আগ্রহী প্রতিনিধিদের প্রসারিত করতে, পরিষেবার মান উন্নত করতে এবং জার্মানিতে চীনা-অর্থায়নকৃত কোম্পানিগুলির টেকসই কাজকর্মে পরামর্শ দিয়ে যাবে। যাতে তাদের সামাজিক দায়িত্ব আরও ভালভাবে পূরণ করা যায়। দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যের ভারসাম্যপূর্ণ ও সুস্থ বিকাশে প্রজ্ঞা ও শক্তিশালী পরামর্শ দেবে এবং অবদান রাখবে।”

জার্মান অর্থনৈতিক এশিয়া-প্যাসিফিক কমিটির চেয়ারম্যান বোলেরেন তার ভিডিও বক্তৃতায় উল্লেখ করেন যে, চীন-জার্মান সরকারের সপ্তম দফা আলোচনা দুই পক্ষের অর্থনৈতিক বৃত্তের মধ্যে সহযোগিতা পুনরুজ্জীবনে নতুন প্রেরণা ও আস্থা যুক্ত করেছে। তিনি বলেন,

“বর্তমান প্রেক্ষাপটে, সবাই রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং অন্যান্য দিক থেকে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কোনো কোম্পানি বা দেশ একা এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। তাই সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। চীন সবসময়ই জার্মানির অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। এ থেকে দেখা যায় যে জার্মানির চীনা চেম্বার অফ কমার্স হল, ইউরোপে চীন কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম বিদেশি চেম্বার অফ কমার্স এবং চীন-জার্মানি গত দশ বছরের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের দ্রুত বিকাশ হচ্ছে। দশ বছরে, চীন ও জার্মানির মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় যে, ২০২২ সালে এই সংখ্যাটি প্রায় তিনশ’ বিলিয়ন ইউরোতে পৌঁছায়। জার্মানিতে চীনা-অর্থায়নকৃত কোম্পানির বৃহত্তম প্ল্যাটফর্ম হিসাবে, চীনা চেম্বার অফ কমার্সে বর্তমানে বিভিন্ন ধরণের চার শতাধিক সদস্য রয়েছে।”

首页上一页...34567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn