বাংলা

২৯তম বেইজিং আন্তর্জাতিক বইমেলায় দুই লাখেরও বেশি চীনা ও বিদেশি বই দেখানো হচ্ছে

CMGPublished: 2023-06-20 11:00:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বইমেলা এবং আন্তর্জাতিক কপিরাইট বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে, ২৯তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা ১৫ তারিখ শুরু হয়েছে। "সভ্যতার মধ্যে আদান-প্রদান এবং পারস্পরিক শিক্ষাকে গভীর করা" থিমের আলোকে ৫৬টি দেশ ও অঞ্চলের ২ হাজার ৫শ’টি প্রকাশনা সংস্থা প্রদর্শনীতে অংশ নেয় এবং দুই লাখেরও বেশি ধরণের চীনা ও বিদেশি বই প্রদর্শিত হয়েছিল।

চীন ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে আলজেরিয়া এই মেলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে। গেস্ট অফ অনার বুথটি প্রায় ৫শ’ বর্গমিটার আয়তনের। প্রায় ৮শ’ ধরণের বই রয়েছে এবং কপিরাইট বাণিজ্য ও সাংস্কৃতিক প্রদর্শনীর মতো বিনিময় কার্যক্রম হয়েছে। চীনে আলজেরিয়ার রাষ্ট্রদূত হাসান রাবেসি বলেন:

আমরা এই বইমেলায় প্রচুর কার্যক্রম আয়োজন করব, যার মধ্যে আলজেরিয়ার অসামান্য ব্যক্তিদের আলজেরিয়ান সাহিত্য ও চলচ্চিত্রের উপর বক্তৃতা রয়েছে। এ ছাড়া প্রদর্শনী এলাকায় আলজেরিয়ান ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী থাকবে, তামার পাত্র, সিরামিক, ঐতিহ্যবাহী পোশাক এবং অন্যান্য বিভাগও রয়েছে। এ ছাড়া বইমেলার বিভিন্ন পার্শ্ব ইভেন্টে অংশ নেবে আলজেরিয়া। যেমন সংবাদ ও সাহিত্য সাক্ষাত্কার, শিল্প খাতের বইমেলা এবং প্রদর্শনীর সময় একটি 'আলজেরিয়ান নাইট' ইভেন্ট। যেখানে দু’দেশের বিশেষজ্ঞ ও পণ্ডিত আলজেরিয়ান সাহিত্য নিয়ে আলোচনা করবেন।

চীন প্রকাশনা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উ শুলিন আলজেরিয়ার গেস্ট অফ অনার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন যে, এ বছর চীন ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী চিহ্নিত করেছে, যা চীনের এবং আলজেরিয়ার জনগণের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এতে আলজেরিয়াকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তার দীর্ঘ ইতিহাস ও চমৎকার সভ্যতা প্রদর্শনের জন্য, সেই সঙ্গে চীন ও আলজেরিয়ার মধ্যে প্রকাশনা বিনিময়ের সর্বশেষ অর্জনগুলি প্রদর্শন করতে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn