বাংলা

শান হাই চিং: প্রাচীন আমলের বিশ্বকোষ

CMGPublished: 2023-06-16 17:01:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

"শান হাই চিং” তথা ‘পর্বত ও নদীর ক্লাসিক’-এ, চীনের যুদ্ধরত আমল থেকে শুরু করে হান রাজবংশ আমল পর্যন্ত বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। “শান হাই চিং”, "ই চিং" এবং "হুয়াংতি নেইচিং"-এই তিনটি বইকে ‘প্রাচীন আমলের অলৌকিক বই’ হিসেবে গণ্য করা হয়।

"শান হাই চিং"-এ প্রাচীন ভূগোল, ইতিহাস, পৌরাণিক কাহিনী, জ্যোতির্বিদ্যা, প্রাণী, উদ্ভিদ, ঔষধ, ধর্ম, নৃতত্ত্ব, সমুদ্রবিদ্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিপুল তথ্য-উপাত্ত স্থান পেয়েছে। এটি প্রাচীন সমাজজীবনের একটি বিশ্বকোষ।

“শান হাই চিং"-তে প্রাচীন সংস্কৃতির প্রতিফলন ঘটেছে; গ্রেট ওয়াইডারনেস যুগের জীবনযাত্রা ও মানুষের তত্কালীন কার্যকলাপ রেকর্ড করা হয়েছে; প্রাচীনকালের সভ্যতা ও সাংস্কৃতিক অবস্থার রূপরেখা দেওয়া হয়েছে; এবং ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক দরকারী তথ্য উল্লেখ করা হয়েছে।

"শান হাই চিং" পদ্ধতিগতভাবে ও ব্যাপকভাবে চীনের ভূগোলকে প্রাক-ছিন যুগে লিপিবদ্ধ করেছে, যা পরবর্তী প্রজন্মের জন্য তাদের অতীতকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এতে রয়েছে প্রাচীন হ্রদ, জলাভূমি, মরুভূমি, পাহাড় ও নদী, খনিজ পদার্থ, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, এবং মানবসমাজের বিভিন্ন জাতি ও গোষ্ঠী সম্পর্কে বিপুল তথ্য-উপাত্ত।

"শান হাই চিং"-এ দক্ষিণে গুয়াতুংয়ের দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত, পশ্চিমে কায়দাম অববাহিকা ও পামির মালভূমি পর্যন্ত, উত্তরে বৈকাল হ্রদ ও বেরিং প্রণালী পর্যন্ত, পূর্বে কোরিয়ান সাগর পর্যন্ত, এবং দক্ষিণ-পূর্বে তাইওয়ান দ্বীপ পর্যন্ত ভৌগোলিক তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছে। আজও চীনে পরিবেশগত সুরক্ষা ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উপায় অন্বেষণের সময় "শান হাই চিং"-এর নির্দেশনা অনুসরণ করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn