বাংলা

২৯তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা শুরু হয়

CMGPublished: 2023-06-13 16:21:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আমরা এই বইমেলায় প্রচুর কার্যক্রম আয়োজন করব, যার মধ্যে আলজেরিয়ার অসামান্য ব্যক্তিদের আলজেরিয়ান সাহিত্য ও চলচ্চিত্রের উপর বক্তৃতা রয়েছে। এ ছাড়া প্রদর্শনী এলাকায় আলজেরিয়ান ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী থাকবে, তামার পাত্র, সিরামিক, ঐতিহ্যবাহী পোশাক এবং অন্যান্য বিভাগও রয়েছে। এ ছাড়া বইমেলার বিভিন্ন পার্শ্ব ইভেন্টে অংশ নেবে আলজেরিয়া। যেমন সংবাদ ও সাহিত্য সাক্ষাত্কার, শিল্প খাতের বইমেলা এবং প্রদর্শনীর সময় একটি 'আলজেরিয়ান নাইট' ইভেন্ট। যেখানে দু’দেশের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা আলজেরিয়ান সাহিত্য নিয়ে আলোচনা করবেন।

এ বছরের বইমেলা প্রথমবারের মতো একটি "ইন্টারনেট প্রকাশনা প্যাভিলিয়ন" স্থাপন করেছে এবং অনলাইন সাহিত্য ও অনলাইন গেমের মতো নতুন প্রকাশনার ফরম্যাটের প্রদর্শনী করছে।

জিনিয়া/তৌহিদ/শুয়েই

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn